‘চোখ যে মনের কথা বলে’- গান হলেও সত্যি সত্যিই চোখের মাধ্যমে মনের ভাষা বলা যায়! যার চোখ যত বেশি সুন্দর; তার সৌন্দর্যও তত বেশি আকর্ষণীয়। আর এই চোখের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে চোখের পাপড়ির উপর।
ঘন পাপড়ি যেন চোখের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
অনেকেরই জন্মসূত্রেই চোখের পাপড়ি ঘন হয়ে থাকে। কিন্তু এর ব্যাতিক্রমও রয়েছে। যাদের আইলেশ পাতলা তারা অনেক আফসোস করেন।
তাই ঘন পাপড়ির বিকল্প হিসেবে আইলেশ এক্সটেনশন থেকে শুরু করে ফলস আইলেশসহ মাশকারা ব্যবহার করে চোখের সৌন্দর্য বাড়ান। যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তবে আপনারা কি জানেন, ঘরোয়া উপায়েও কিন্তু চোখের পাপড়ি ঘন করা যায়? জেনে নিন কিছু উপায়-
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্যাস্টর অয়েল, সরিষার তেল অথবা নারকেল তেল চোখের পাপড়িতে লাগিয়ে হাত দিয়ে হালকা ম্যাসাজ করুন। দেখবেন পরবর্তী ১ সপ্তাহের মধ্যেই আপনার নতুন আইলেশ গজানো শুরু হয়ে যাবে।
পেট্রোলিয়াম জেলিও চোখের পাপড়ি ঘন করতে সহায়ক। এজন্য একটি পুরোনো মাশকারা ব্রাশে সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে আপনার আইলেশে লাগান।
চুল ঘন করতে ভিটামিন ই অনেক কার্যকরী এক উপাদান। ঠিক তেমনি দ্রুত চোখের পাপড়ি ঘন করে এই খাদ্য উপাদানটি।
তাই প্রতিদিন আপনার ডায়েটে ভিটামিন ই যুক্ত খাবার অন্তর্ভুক্ত করার পাশাপাশি ভিটামিন ই সমৃদ্ধ তেল চোখের পাপড়িতে ব্যবহার করুন।
গ্রিন টি শরীরকে ডিটক্সিফাই করার পাশাপাশি আইলেশ ঘন করতেও সাহায্য করে।
এজন্য গ্রিন টি ব্যাগ বা টি ১৫ মিনিট যাবৎ পানিতে ফুটিয়ে তারপর ঠান্ডা করে চোখের পাপড়িতে ব্যবহার করে সারারাত রেখে দিন। এর দ্রুত কার্যকারিতা দেখে চমকে উঠবেন!
আরো পড়ুন: কারা বেশি কাঁদে? কান্নার কারণ কি? কীভাবে চোখে কান্না তৈরি হয়? মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনল কৃত্রিম চোখ বায়োনিক আই চোখ জ্বালাপোড়া বা চুলকানি অথবা চোখ দিয়ে পানি পড়া এবং প্রাথমিক সমাধান চোখের ডার্ক সার্কেল এবং এটি দূর করার উপায়
শিয়া বাটার ভিটামিন এ এবং ই সমৃদ্ধ। এটি ত্বকের জন্য যেমন উপকারী; তেমনই চোখের পাপড়ি ঘন করার জন্যও অনেক সাহায্যকারী।