ইনভিজিবল গ্লাস কি? কিভাবে এটি কাজ করে?

ইনভিজিবল গ্লাস কি? কিভাবে এটি কাজ করে?
ইনভিজিবল গ্লাস

ইভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান নয়, আর গ্লাস হচ্ছে সাধারন কাচ। যার মানে দাড়ালো ইনভিজিবল গ্লাস হচ্ছে অদৃশ্য কাচ বা এমন কাচ যার মাধ্যমে অদৃশ্য হওয়া সম্ভব।

আপনারা হয়তো বিভিন্ন মুভিতে এমন কিছু দৃশ্য দেখেছেন।   যেখানে ইনভিজিবল কলথ বা কাপড়ের নামে সবুজ কাপড় দিয়ে গ্রিন ইস্কিন এফেক্টের কাজকে চালিয়ে দেয়া হয়।

তবে এই ইনভিজিবল গ্লাস কিন্তু পুরটাই বাস্তব, যার মাধ্যমে যেকনো বস্তুকে অনেকটাই অদৃশ্য দেখানো সম্ভব।

মুলত এটি কাজ করে স্নেলস (sneels) সূত্র এর মাধ্যমে,

যেই ফরমুলাটি হচ্ছে –

N1 Sinθ 1 = n2 Sinθ 2  curious24world 1 208

 এখানে,

N1 = incident index,

N2 = refracted index,

θ1 = incident angle ,

θ2 = refracted angle,

এটি কাজ করে থাকে আলোর প্রতিসরণের দিকেকে পরিবর্তন করে দেয়ায় মাধ্যমে।

সহজ ভাষায় বল্লে, আমাদের চোখ থেকে একে দেখার জন্য যেই আলো বের হয়।  সেই আলোকে সরাসরি ভাবে না দেখিয়ে এর দুই পাশকে এর মাধ্যমে দেখানো হয়।

আরো পড়ুন - 
বিভিন্ন স্থানে সময়ের পার্থক্য কেন থাকে?
বাংলাদেশের মুদ্রা টাকার আদ্যোপান্ত!

ফলে এর মাঝে থাকা জিনিসটি অনেকটাই অদৃশ্য রয়ে যায়।

বর্তমানে এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন উন্নত দেশের সামরিক বাহিনীরা নানা ধরনের জিনিস তৈরি করছে।

এমনকি জানা যায় ভবিষ্যতে বিভিন্ন মিসাইল সহ ভারি ক্ষেপণাস্ত্র গুলতে এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে।

যার মাধ্যমে শত্রু পক্ষকে লক্ষ্য করে সেগুল ছোড়া হলেও তরা খালি চোখে বুঝতেই পারবেনা। তাদের উপরে কি আছরে পরছে।

curious

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন