ক্রিকেট খেলার ইতিহাস – যেভাবে আবির্ভাব হয়েছিল ক্রিকেট

ক্রিকেট খেলার ইতিহাস - যেভাবে আবির্ভাব হয়েছিল ক্রিকেট
ক্রিকেট খেলার ইতিহাস - যেভাবে আবির্ভাব হয়েছিল ক্রিকেট

বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। যাকে ফুটবলের পরেই সকলে বিবেচনা করে থাকেন। আজ আমরা কথা বলবো ক্রিকেট খেলা সম্পর্কে। ক্রিকেট খেলার ইতিহাস, এছাড়া কিভাবে ক্রিকেট খেলার  বল তৈরি করা হয় সে সম্পর্কিত কিছু তথ্য।

আইসিসির তথ্যের ভিত্তিতে জানা যায় বর্তমানে পৃথিবীর  প্রায় ১০৪টি দেশে ক্রিকেট খেলায় তালিকাভুক্ত। পর্যায়ক্রমে যার সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।

ঠিক কবে বা কোথা থেকে ক্রিকেট খেলার আবির্ভাব হয়েছিল এ ব্যাপারে ইতিহাসবিদদের অনেক মতানৈক্য থাকলেও, বেশির ভাগ মানুষ বিশ্বাস করেন ক্রিকেট খেলার গোড়াপত্তন ঘটেছিল ইংল্যান্ড থেকে।

জানা যায় ১৫৫০ সালের আগে থেকেই  দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বেশ কিছু অঞ্চলে  ক্রিকেটের  খেলার প্রচলন ছিল।

ঐ সময়ে ব্যাট, বল দিয়ে আরো বেশ কিছু খেলার প্রচলন থাকলেও ক্রিকেট আর অন্যান্য খেলার তফাৎ ছিল।

ক্রিকেট খেলার জন্য মাঠগুলোতে অপাক্ষাকৃত কম ঘাসের  প্রয়োজন।

তাছাড়া যে স্থানকে ক্রিকেট পিচ বলে ধরা হয় অর্থ্যাৎ যেখানে দাড়িয়ে বোলার বল করেন এবং ব্যাটসম্যান ব্যাট করেন, সেখানের ঘাস একে বারেই রাখা হত না।

যার প্রধান কারনটি ছিল, 

জানা যায় ১৭৬০ সালের আগ পর্যন্ত বোলাররা মাটিতে গড়িয়ে ব্যাটসম্যানদের জন্য বল করতেন।

তাই ঐ সময় যে সকল মাঠে ঝোপ-ঝার কম থকতো সেই স্থানকে  ক্রিকেট খেলার  জন্য আদর্শ মানা হত।

ক্রিকেট খেলার ইতিহাস বা ক্রিকেট সর্বপ্রথম শুরু হয়েছিল দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের  একটি ভেড়া চড়ানোর মাঠে।

সে সময়ে ক্রিকেট খেলার জন্য সাধারণ লাঠি এবং ভেড়ার পশমের তৈরি বলকে ব্যবহার করা হয়েছিল।

শুরুতে অবশ্য এই খেলাটি ইংল্যান্ডের মানুষদের ততটা নজর কাড়তে না পারলেও, পরবর্তীতে রাজা প্রথম চার্লসের যুগে অভিজাত শ্রেণীর লোকেরা খেলাটির প্রতি আকৃষ্ট হতে থাকেন।

যদিও তখন ক্রিকেট খেলার চাইতে ক্রিকেটকে কেন্দ্র করে  জুয়া খেলাটাই তাদের মুখ্য বিষয় ছিল।

ফলে খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট নিয়ে প্রচুর পরিমাণে বিনিয়োগ  হতে শুরু করে।

যার ফলশ্রুতিতে পরবর্তি সময় গুলোতে  ইংল্যান্ডের বুকে বেশ কিছু ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়।

ক্রিকেট খেলার ইতিহাস এবং একটি ক্রিকেট ক্লাব

আনুষ্ঠানিক ভাবে প্রথম বারের মত ক্রিকেট খেলার আইন লেখা হয়েছিল ১৭৮৮ সালে।

মূলত ঐ সময় গুলোতে ইংল্যান্ডে নিজস্বভাবে ক্রিকেট খেলার জন্যই এমন আইন।

আর আন্তর্জাতিক ভাবে পেশাদার ক্রিকেট খেলা শুরু হয়েছিল ১৮৪৪ সালে।

যদিও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচটি শুরু হয় ১৮৭৭ সালের ১৫ মার্চ।

আরো পড়ুন:
ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে সিরিজ জিতল ভারত
ফুটবলের শুরু থেকে শেষ – বাংলাদেশ এবং ফুটবল- ইতিহাসের সাক্ষী

এরপরে ১৯৭১ সালে খেলা হয়েছিল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।

যে ম্যাচ দুটি  আয়োজিত হয়েছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিটার মধ্যে।

অতঃপর ক্রিকেট খেলাকে বিশ্বের বুকে আরো জনপ্রিয় করে তুলতে টি-২০।

আর সর্বশেষ  ক্রিকেটের নতুন সংস্করণ টি১০ খেলাকেও লক্ষ্য করা যাচ্ছে।

পৃথিবীতে যত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়, এর প্রতিটি খেলার প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICB)।

উপমহাদেশে ক্রিকেট খেলার ইতিহাস সম্পর্কে জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাণিজ্যের জন্য ভারতীয়  উপমহাদেশে আসেন।

তখন  তারা এই অঞ্চল গুলোতে  প্রায় সময় ক্রিকেট  খেলতেন।

যা দেখে স্থানীয় লোকজনের এই খেলার প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং সেখান থেকেই ভারতীয় উপমহাদেশে ক্রিকেট খেলার যাত্রা শুরু।

বিশ্ব ক্রিকেটকে একটি মান দন্ডে নিয়ে আশার জন্য ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে  ১৯০৯ সালে এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল।

পরে ১৯৫৬ সালে ইম্পেরিয়াল কথাটিকে পরিবর্তন করে এখানে ইন্টারন্যাশনাল শব্দটি যুক্ত করা হয়।

যার সংক্ষিপ্ত রূপটি হচ্ছে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

curious

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন