বঙ্গবন্ধু সকল ভারতীয়দের কাছেও একজন বীর: টুইট করেন মোদি

বঙ্গবন্ধু সকল ভারতীয়দের কাছেও একজন বীর: টুইট করেন মোদি
বঙ্গবন্ধু সকল ভারতীয়দের কাছেও একজন বীর: টুইট করেন মোদি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধু সকল ভারতীয়দের কাছেও একজন বীর বলে টুইটে লিখেছেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজ বুধবার নরেন্দ্র মোদি টুইটারে একটি টুইট করেন। সকলের বুঝার সুবিদার্থে এই প্রধানমন্ত্রী বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পৃথকভাবে এই টুইট করেন।

টুইটে মোদি বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও একজন বীর বলে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সম্পর্কে তাঁর টুইটে লিখেছেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন।’

ঐতিহাসিক মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন তিনি।

এটা তাঁর জন্য খুবই সম্মানের বিষয় বলে টুইটে উল্লেখ করেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকায় আসবেন বলে জানায় সংবাদ সংস্থা বাসস।

বঙ্গবন্ধুর জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’ আরম্ভ হচ্ছে আজ বুধবার থেকে।

বাংলাদেশের জনগণের সঙ্গে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে যোগ ‍দিতে ঢাকায় সশরীরে উপস্থিত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

আরো পড়ুন:
একুশে বইমেলা শুরু হবে তবে স্থগিত হতে পারে করোনা সংক্রমণ বাড়লে
কলম জাদুকর হিসেবে খ্যাত হুমায়ূন আহমেদ

এ ছাড়া থাকবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং স্যু-কুয়েন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, ওআইসির মহাসচিব ইউসেফ আহমেদ আল-ওথাইমিন এবং পোপ ফ্রান্সিস। ভার্চ্যুয়ালি তাঁরাও মুজিব চিরন্তনের অনুষ্ঠানে অংশ নেবেন এবং ভিডিও বার্তা  দেবেন বলে জানিয়েছেন।

এ অনুষ্ঠান উৎযাপনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের অনুষ্ঠানে প্রতিদিন থিমভিত্তিক নানা আয়োজন থাকছে।

এগুলোর মধ্যে ৫ দিন দক্ষিণ এশিয়ার বিভিন্ন শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।

বক্তৃতা দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া অবশিষ্ট ৫ দিন ভিডিও বক্তৃতা দেবেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান প্রধান নির্বাহীরা।

আর এরসঙ্গে প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

curious

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন