গ্রেফতার করা হল বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে

গ্রেফতার করা হল বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে

বেশ কিছু সময় ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছিল বার্সাগেট কেলেঙ্কারি সম্পর্কে। আর গত কাল এই তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হল বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে।

সোমবার সকালে সাবেক এই সভাপতিকে আটক করেন কাতালুনিয়ার পুলিশ ফোর্স -দ্য মোসেস দ’এস্কুয়াদ্রা।

স্পেনের আলোচিত পত্রিকা কাদেনাসের তথ্য সূত্রে, বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে গত কাল সকালে তার নিজ বাসভবন থেকে পুলিশ গ্রেফতার করেন।

এছাড়াও তার সঙ্গে আরো আটক করা হয় বার্সেলোনা বোর্ডের সাবেক দুই জন সদস্য অস্কার গ্রাউ এবং রোমান গোমেজ পন্তিকে।

মূলত এই দুইজনের একজন ছিলেন বার্সেলোনা বোর্ডের মহাব্যবস্থাপক এবং অপরজন ছিলেন বার্সা বোর্ডের আইনি সেবার দায়িত্বে থাকা কর্মকর্তা।

কেন তাদের গ্রেফতার করা হল? 

অভিযোগ রয়েছে বার্সেলোনার সাবেক সভাপতি তার নিজ ক্লাবের সাবেক এবং বর্তমান কিছু প্লেয়ারদের সম্পর্কে বিভিন্ন সামাজিক মাধ্যম এছাড়াও বেশ কিছু স্থানে বদনাম ছড়িয়েছেন।

যার জন্য তিনি আই থ্রি নামক একটি প্রতিষ্ঠানের সাথে প্রায় ১ লাখ ৭০ হাজার পাউন্ডের  চুক্তি করেন।

যেখানে সেই প্রতিষ্ঠানের কাজ ছিল বার্সেলোনার বর্তমান খেলয়াড় লিওনেল মেসি, জেরার্ড পিকে সহ সাবেক খেলোয়াড় জাভি, ইনিয়েস্তা, কার্লেস পুয়োল এমনকি বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অপপ্রচার চালানো।

আরো পড়ুন - 
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা
কাতার বিশ্বকাপের সকল ভেনু

একই সাথে বার্তোমেউ সম্পর্কে স্পেন ছাড়াও বিশ্বব্যাপী সকল ফুটবল প্রেমীদের মনে একটি ভাল ইমেজ তুলে ধরা।

গত বছরের শুরুর দিকে প্রথম বারের মত যখন এই চাঞ্চল্যকর তথ‍্য প্রকাশ করা হয়।

আর তখন থেকেই বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

ঐ সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম গুলো এই কেলেঙ্কারির নাম দিয়ে ছিলেন ‘বার্সা গেট’ আর ঠিক তখন থেকেই স্প্যানিশ পুলিশ বার্সা গেটের ব্যাপারে তদন্ত শুরু করে।

অবশ্য সে সময়ে সাবেক এবং বর্তমান প্লেয়ারদের নিয়ে এমন কলঙ্ক ছড়ানোর কথা জানতে পেরে পদত্যাগ করেছিলেন বার্সেলোনা বোর্ডের ছয়জন সদস্য।

কারণ তখন তাদের মনে হয়েছিল বার্তোমেউ আসলেই এই বিষয় গুলো ঘটিয়ে যাচ্ছেন।

তদন্ত ফলাফলে যা পাওয়া গেল! 

কাতালুনিয়ার পুলিশ ফোর্স -দ্য মোসেস দ’এস্কুয়াদ্রা এখন পর্যন্ত সকল বিষয় খোলাসা করে না জানালেও তারা বলেছেন বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউয়ের মাধ্যমে ঘটতে থাকা বার্সা গেট বিষয়টি সম্পূর্ণ সত্যি।

এমনকি এর জন্য বার্তোমেউ  আই থ্রি কোম্পানি ছাড়াও আরো পাঁচটি কোম্পানিকে এই কাজ দিয়েছিলেন বলে জানা যায়।

যারা নামে বেনামে ফেসবুক টুইটার এছাড়াও সামাজিক যোগাযোগের আরো বেশ কয়েকটি মাধ্যমে সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের বিরুদ্ধে বাজে মন্তব্য এমনকি মানুষের মাঝে বার্তোমেউকে ভাল সাজানোর এক মিথ্যা নাটক করে যাচ্ছিলেন।

curious

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন