আল জাজিরার ঢাকা মাফিয়া – ভাইরাল নেট দুনিয়া!

আল জাজিরার ঢাকা মাফিয়া ! ভাইরাল নেট দুনিয়া
আল জাজিরার ঢাকা মাফিয়া ! ভাইরাল নেট দুনিয়া

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে তদন্ত মূলক একটি ভিডিও প্রকাশ করেন।

যার টাইটেল দেয়া হয় –  অল দ্যা প্রাইম মিনিস্টার্স ম্যান – আল জাজিরা ইনভেস্টিকেশনস (All the Prime Minister’s Men | Al Jazeera Investigations) এবং এর সাথে হ্যাশট্যাগ জুড়ে দেয়া হয় ঢাকা মাফিয়া (#DhakaMafia)।

মূলত এই ভিডিওটি তৈরি করা হয়, দেশের বর্তমান সেনা প্রধান জেনারেল আজিজ, তার আরো চার ভাই এবং দেশের বর্তমান অবস্থাকে কেন্দ্র করে। যেখানে দেখানো হয় ঠিক কিভাবে  জেনারেল আজিজ বাংলাদেশের সেনা প্রধান হয়ে উঠলেন।

এছাড়াও সেখানে আরো উল্লেখ করা হয়, কিভাবে ক্ষমতার বলে জেনারেল আজিজ তার ছোট ভাই হারিস আহমেদক একজন ইন্টার পোলের দাগি আসামী হওয়া সত্যেও নির্দ্বিধায় প্রকাশ্যে ঘুরে বেড়াতে সহায়তা করে যাচ্ছেন।

ভিডিওতে আরো বলা হয় কয়েক বছর পূর্বে এই হারিস আহমেদ ইজরাইলের টেকনোলজি কোম্পানি পিকসিক্স থেকে এক ধরনের আধুনিক ডিভাইস ক্রয় করার কথা বলেন। যার মূল কাজ গুলো হবে সরকার বিরোধী লোকদের গতিবিধি লক্ষ্য করা।

প্রামাণ্য ভিডিওটির শুরুতেই দেখানো হয় কিভাবে জেনারেল আজিজের ভাইরা ঢাকার মোহাহাম্মাদপুর এলাকার ত্রাশ হয়ে উঠেন। এর পরে ১৯৯৬ সালে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতার বসানোর জন্য একের পর এক অরাজকতা চালাতে থাকেন ঢাকায়।

পরে ধাপে ধাপে জেনারেল আজিজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেহরক্ষী সহ ২০১২ সালে তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান এবং ২০১৮ সালে অনেকটা একক প্রচেষ্টায় এবং উপর মহলের সহায়তা আর্মির প্রধানের দায়িত্ব লাভ করেন বলে তারা বলেন।

এই সময় গুলোতে জেনারেল আজিজ তার ক্ষমতা বলে আপন  ভাইদেরকে সুবিধাজনক স্থানে রাখা সহ বেশ কিছু অপকর্মে যুক্ত হন বলে বলা হয়।

তাদের নিজস্ব কোম্পানি ব্যায় অফ বেঙ্গলের নামে ইউরোপের বিভিন্ন স্থানে ভুয়া ব্যাবসা করেন বলেও সেখানে তুলে ধরা হয়।

এ ক্ষেত্রে জেনারেল আজিজ ২০১৪ সালে প্রাথমিক ভাবে সামি নামে একজন প্রবাসীর কাছে সেখানে ব্যাবসার জন্য সহায়তা চান। প্রবাসী সামির ভাষ্য মতে তাকে জেনারেল ফোন দিয়ে  বলেন, তিনি হাঙ্গেরিতে ব্যাবসা করার জন্য আগ্রহী।

যেহেতু হাঙ্গেরিতে বাংলাদেশের কোন দূতাবাস নেই তাই প্রবাসী সামি যেন এ বিষয়ে তাকে সহায়তা করেন। আর এর জন্য যা কিছু করার প্রয়োজন সেটি জেনারেল আজিজের ছোট ভাই হারিস আহমেদ দেখবে বলে জানানো হয়।

মাঝের কিছু সময়ে হারিস আহমেদ ইউরোপের বেশ কয়েক জায়গাতে ব্যাবসা করলেও কোথাও স্থায়ী ভাবে কিছু করার ইচ্ছা পোষণ করেননি। এ অবস্থায় জেনারেল আজিজের ভাই হারিসের গতিবিধি সুবিধার নয় দেখে প্রবাসী সামিরের মনে সন্দেহ বাসা বাধে।

এক পর্যায় তিনি ইন্টারপোলের সাইটে গিয়ে জানতে পারেন জেনারেল আজিজের ছোট ভাই আনিস আহমেদ হচ্ছেন একজন ইন্টার পোলেরয়ের দাগি আসামী।

তখন প্রবাসী সামির মনে করেন, যেভাবেই হোক দেশের ভেতরে ঘটতে থাকা ঢাকা মাফিয়া কিংবা এমন সিন্ডিকেট বন্ধ করা প্রয়োজন। তাই তিনি এক পর্যায় এই সকল ঘটনা আন্তর্জাতিক গণ মাধ্যম আল জাজিরাকে খুলে বলেন।

অতঃপর আল জাজিরা বেশ কয়েক বছর ধরে এই তথ্য গুলো সংগ্রহ করেছে বলে জানা যায়।

আল জাজিরার তৈরিকৃত ভিডিও ডকুমেন্ট –

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন