দৈনন্দিন জীবন সহজ করতে লবণের ভিন্ন কিছু ব্যবহার

দৈনন্দিন জীবন সহজ করতে লবণের ভিন্ন কিছু ব্যবহার
দৈনন্দিন জীবন সহজ করতে লবণের ভিন্ন কিছু ব্যবহার

এতদিন আমরা কেবল রান্নাতেই লবণ ব্যবহার করে এসেছি। আজ জানবো লবণের ভিন্ন কিছু ব্যবহার সম্পর্কে। যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।

শুধুমাত্র রান্না করতেই নয়, গৃহস্থালির বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রাখতেও লবণের ক্ষমতা অতুলনীয়।

এছাড়া রূপচর্চায়ও লবণ ব্যবহার করা হয়। এর পাশাপাশি লবণের আরও বিভিন্ন ব্যবহার রয়েছে যা দৈনন্দিন নানা সমস্যার দ্রুত সমাধান করতে পারে।

চলুন জেনে আসি লবণের ভিন্ন কিছু ব্যবহার-

  • ডিম সেদ্ধ করার সময় পানিতে ১ চা চামচ লবণ দিয়ে দিন। এর ফলে ডিমের খোসা দ্রুত ছাড়াতে পারবেন।

  • এক কার্টন দুধে যদি মাত্র ১ চিমটি লবণ দেওয়া যায় তাহলে দুধ দীর্ঘদিন ভালো থাকবে।

  • বেকিং সোডার সাথে লবণ মিশ্রণ করে টুথপেস্ট হিসেবে ব্যবহার করলে দূর হবে দাঁতের হলদে দাগ।

  • ফুলদানির ভেতরের অংশ ভালভাবে পরিষ্কার করতে হলে লবণ-পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন একদম ঝকঝক করছে।

  • পেঁয়াজ বা রসুন কাটার পর হাত থেকে পেঁয়াজ বা রসুনের গন্ধ দূর না হলে ভিনেগারের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে হাত ধুয়ে নিন। আর গন্ধ থাকবে না।

  • সবুজ শাকসবজির রং বজায় রাখতে সেদ্ধ করার সময় পানিতে এক চিমটি লবণ দিয়ে দিন। আর রং নষ্ট হবে না শাকসবজির।

  • লোহার পাত্র যদি এমনি ধুয়ে পরিষ্কার করতে না পারেন তাহলে পাত্রে লবণ ছিটিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে নিন।

  • সুস্বাদু স্টেক তৈরি করতে প্রচুর পরিমাণে তেল বা মাখনের প্রয়োজন হয়। চাইলে এর পরিবর্তে ১ চা চামচ মোটা দানার লবণ দিতে পারেন। স্টেক হবে সুস্বাদু।

  • শাকসবজি কাটার পর কাটিং বোর্ডে অনেক সময় দাগ লেগে থাকে।এ দাগ পরিষ্কার করার জন্য লবণের সঙ্গে লেবুর রস মিশিয়ে হালকা ঘষে নিন।

  • কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন অথবা গার্গেলিং ও করতে পারেন।

আরো পড়ুন:     
অর্থের সঠিক ব্যবহার করতে যে ৫টি বিষয় মনে রাখা জরুরী  
দ্রুত চুল বৃদ্ধি করতে মানতে পারেন এসব উপায়   
প্রচুর পুষ্টিগুণে ভরা ছোট্ট কিসমিস 
  • রূপার গয়না অথবা কপার ঝকঝকে পরিষ্কার করে তুলতে তাতে ভিনেগার ও লবণের মিশ্রণ ঘষুন প্রথমে। এরপর পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। ঝকঝকে হয়ে যাবে নতুনের মতো।

  • অলিভ অয়েলের সাথে অল্প লবণ মিশিয়ে স্ক্রাব তৈরি করে ত্বকে লাগাতে পারেন। এটি ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে।

  • জানালা ঝকঝকে করতে এক গ্যালন পানির মধ্যে হালকা লবণ মিশিয়ে পরিষ্কার করুন।

  • লবণ-পানির মিশ্রণে আপেলের টুকরা ডুবিয়ে নিন। তাহলে আপেল আর বাদামী রং ধারণ করবে না।

  • ঘরে পিঁপড়ার উপদ্রব বেড়ে গেরে যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে অল্প লবণ ছিটিয়ে নিন।

  • কৃত্রিম সিল্ক বা কাপেড়ের ফুল ময়লা হয়ে গেলে একটি ব্যাগে এক কাপ লবণের সাথে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন।

  • কাপ লেগে থাকা চা বা কফির দাগ উঠতে না চাইলে ১ চা চামচ লবণ এবং সাথে ১ চা চামচ ভিনেগার দিন।

  এই প্রলেপ কয়েক ঘণ্টা রেখে তারপর কাপ পরিষ্কার করে ফেলুন। দাগ দূর হয়ে যাবে।

  • বরফ দ্রুত গলানোর দরকার পরলে সামান্য লবণ-পানি দিন।

  • বাগানের আগাছা সহজে দূর করতে চাইলে ৩ ভাগ গরম পানির সাথে ১ ভাগ লবণ মেশান। এই মিশ্রণটি যেসব জায়গায় আগাছা অথবা অপ্রয়োজনীয় ঘাস জন্মে, সেখানে ঢেলে দিন।

  • মেঝের কার্পেট ঝকঝকে রাখতে হলে রাতে হালকা লবণ ছিটিয়ে দিন। এবং পরদিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন, একদম নতুনের মত পরিষ্কার হয়ে যাবে।

curious

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন