উট কে মরুভূমির জাহাজ বলা হয়। রহস্যে ঘেরা প্রাণীটির গঠন প্রকৃতি এবং এর জীবন প্রণালী। এ যেন পৃথিবীর বুকে এক বিষ্ময়কর জীব।
ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন এও উট সম্পর্কে বর্ণনা রয়েছে।
আজ আমাদের আলোচনার বিষয়বস্তু উট।
নামকরণ:
ইংরেজি নাম Camel.
বৈজ্ঞানিক নাম:
উটের বৈজ্ঞানিক নাম Camelus.
প্রজাতি:
প্রাণীটির ৩ টি প্রজাতি রয়েছে। যেমন-
১. Bactrain camel
২. Dromeday/Arabian camel
৩. Wild Bactrain camel
আদিনিবাস:
উটের আদিনিবাস সম্ভবত উত্তর আমেরিকায়।
পরবর্তীতে এদের মধ্যে একভাগ বেরিং প্রণালী পার হয়ে এশিয়া এবং উত্তর আফ্রিকায় চলে যায়, যাদের উত্তরসূরী হল ড্রোমেডারী ও ব্যাক্ট্রীয়ান।
মরুভূমিতে বহু যুগ ধরে বসবাস করার ফলে আজও উট মরুভূমির জাহাজ হয়ে সহিষ্ণুতার প্রতীক হিসেবে দাড়িয়ে রয়েছে।
তাদের মধ্য থেকে অন্য একভাগ আবার চলে যায় দক্ষিণ আমেরিকায় যাদের উত্তরসূরী ফিল লামা (llama) ও ভিকুন্যা(Vicugna)।
পরিবার:
উট কর্ডাটা পর্বের Mammalia শ্রেণীর অন্তর্গত camelidae পরিবারভুক্ত একটি প্রাণী।
আকার-আকৃতি, ওজন:
একটি প্রাপ্ত বয়স্ক উটের উচ্চতা ৬-৭ ফুট হয়ে থাকে।
প্রজাতি ভেদে একটি উটের ৬০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে।
গঠন:
উট কুঁজ বিশিষ্ট একটি চতুষ্পদী প্রাণী।
উটের পিঠে কুঁজ রয়েছে। যেটিকে উটের জীবনিশক্তি হিসেবে ধরা হয়। কারণ এখানেই নাকি উট তার পুষ্টি এবং শক্তি জমিয়ে রাখে।
এর মুখ গহ্বর, দাঁত এবং চোয়াল এমন ভাবে গঠিত যা মরুভূমির যেকোন খাবার গ্রহণের পাশাপাশি কাঁটাযুক্ত ক্যাকটাস খেতেও পারদর্শী।
উটের ৪ টি পা এবং এদের পাও গুরুর পায়ের মত চেরা খুরবিশিষ্ট।
ব্যতীক্রম হলো, উটের পায়ের তলায় নরম প্যাড রয়েছে যা গরুর নেই।
উট রোমন্থন করে অর্থ্যাৎ জাবর কাটে।
কিন্তু উটের পাকস্থলি ৪ নয়, ৩ কক্ষ-বিশিষ্ট। তাই উট অনেকের কাছে ছদ্ম রোমন্থক হিসেবে পরিচিত।
উটের চোখের পাতায় দুটি স্তর রয়েছে যা তাকে মরুভূমির ধুলিঝড়ের মধ্যেও রাস্তা দেখাতে সহায়তা করে।
সেইসঙ্গে এটি মরুভূমির রুক্ষ পরিবেশে রোদের হাত থেকেও উটকে রক্ষা করে।
বৈশিষ্ট্য:
উট যেমন মরুভূমির উত্তপ্ত তাপমাত্রায় দিনেরবেলার ৫৩ ডিগ্রি সেন্টগ্রেট উষ্ণতায় গরম বালিতে পা রেখে চলাফেরা করে বেঁচে থাকতে পারে। আবার একইসাথে রাতে মাইনাস তাপমাত্রায়ও অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারে।
উটের অসাধারণ শারীরিক গঠনের ফলে মরুভূমিতে ভারি ওজন নিয়ে জলপান না করেই অনায়াসেই কয়েকশো কিলোমিটার পথ পারি দিতে পারে।
প্রায় ১৫০ কেজি ওজন নিয়েও এই প্রাণীটি মরুভূমির তপ্ত বালুতে সচ্ছন্দে চলাচল করতে পারে।
বিজ্ঞানীদের কাছে এক বিষ্ময়কর প্রাণী হলো এই উট বা মরুভূমির জাহাজ।
আরো পড়ুন: বিশ্বের সবচাইতে উচু প্রাণী জিরাফ হায়েনা; যে পশুর হাসি মানুষের মত সাগরের তারকা তারা মাছ