সুপার গ্লু উঠানোর নিয়ম

সুপার গ্লু উঠানোর নিয়ম
সুপার গ্লু উঠানোর নিয়ম

সুপার গ্লু ব্যবহার করেনি এমন মানুষ হয়তো খুজে পাওয়া যাবেনা। অনেকটা শক্তিশালী সায়ানোঅ্যাক্রিলেট  পদার্থটি খুব সহজেই যেকনো বস্তুর সাথে জুড়ে যেতে সক্ষম।

তবে সমস্যা বাধে অজান্তে যখন এই সুপার গ্লু আপনার দেহের কোথাও লেগে যায়।

তবে ঘাবরানোর কিছু নেই, আজ আমরা জানতে চলেছি  আপনার দেহের কোথাও যদি এই সুপার গ্লু লেগে যায় তাহলে কিভাবে আপনি সেই সুপার গ্লু উঠাতে পারবেন।

সুপার গ্লু উঠানোর জন্য সবচাইতে কার্যকরী ভুমিকা পালন করে নেল পলিশ রুমুভার।

এ ক্ষেত্রে আপনার বাসায় যদি এসিটন ক্যামিকেল থাকে তাহলে আরো ভাল হয়।

কারণ নেল পালিশ রিমুভারের প্রধান উপাদানটি হচ্ছে এই এসিটন ক্যামিকেল।

এছাড়াও ভেনেগার জুক্ত লবন পানিয়ে এ ক্ষেত্রে অনেকটা কাজ করে থাকে।

তবে সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে যেই স্থানে সুপার গ্লু লেগেছে সেখানে সাবান কিংবা ডিটার্জেন দিয়ে ঘোষুন।

অথবা ঐ স্থানটি হালকা গরম পানিতে ডুবিয়ে রাখুন। দেখবেন কিছুক্ষন পরে সুপার গ্লু এমনিতেই ছুটে যাবে।

তবে মনে রাখবেন শরীরের স্পর্শ কাতর স্থান যেমন চোখ, মুখ, কান, কিংবা অন্যান্য যায়গায়

কখনই ভিনেগার বা ক্যামিকেল লাগিয়ে সুপার গ্লু উঠানোর চেষ্টা করতে যাবেন্ না।

এ ক্ষেত্রে সমস্যা যদি বেশি জটিল হয় তাহলে আপনি যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।

curious

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন