আমাদের মধ্যে অনেকেই মাসের শেষ দিকে পৌছে আর্থিক টানাপোড়েনে পরি। এর প্রধান কারণ অর্থের সঠিক ব্যবহার বা উপযুক্ত আর্থিক ব্যবস্থাপনা করতে না পারা।
আয়ের কতটুকু অংশ নিজ প্রয়োজনে ব্যয় করা উচিৎ এবং, কত অংশ বিনোদনের জন্য আর কত অংশ সঞ্চয় করা জরুরী – এ সম্পর্কে অনেকের সঠিক ধারণা নেই।
অথচ একটু হিসাব কষলেই আয়-ব্যয়ের সামঞ্জস্য সহজ হয়ে যায়।
আমরা জানার চেষ্টা করেছি কীভাবে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়।
আজ তা নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো।
বেশিরভাগ মানুষই অর্থের সঠিক ব্যবহার করতে পারে না, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য হয়না।
কারণ আমরা বছরের শুরুতে অথবা মাসের প্রারম্ভে পরিকল্পনা করি না। আমাদের কিভাবে খরচ করা উচিত।
বিআইবিএম এর সহযোগী অধ্যাপক মোহাম্মাদ সোহেল মুস্তাফা বলেন, “শুরুতেই আমাদের নির্ধারণ করে ফেলতে হবে কোনটা বিলাসিতা এবং কোনটা প্রয়োজন। অনেক সময় আমরা প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য করতে পারিনা। যার ফলে মাসের শেষে এসে আমরা টানাপোড়েনে পরে যাই।
তাহলে চলুন আজ আমরা জেনে নিই আর্থিক ব্যবস্থাপনা কিভাবে করবো তা সম্পর্কে এবং এ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত।
কীভাবে আপনার আর্থিক ব্যবস্থাপনা করবেন?
যে অর্থটা আমরা উপর্জন করছি তার সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য পাঁচটা জিনিস বিশেষ করে মেনে চলতে হবে। যেমন-
আয়ের উৎস নির্ধারণ
ব্যায়ের উৎস নির্ধারণ
সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ
সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর
ঝুঁকি মোকাবেলায় সঞ্চয় করা