রহস্যময় ক্যাকটাস উদ্ভিদ

রহস্যময় ক্যাকটাস উদ্ভিদ
রহস্যময় ক্যাকটাস উদ্ভিদ

ক্যাকটাস উদ্ভিদ পৃথিবীর রহস্যময় উদ্ভিদ গুলোর মধ্যে অন্যতম। কয়েক মাস ধরে আর্দ্রতা ছাড়াই, পুষ্টির সম্পূর্ণ অনুপস্থিতিতে দরিদ্রতম মাটিতেও এই উদ্ভিদ বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে ঘরের শোভাবর্ধনে ক্যাকটাস  খুবই জনপ্রিয়। আভিজাত্য বাড়ি গুলোয় ঘর সাজাতে ক্যাকটাস বেশ সমাদৃত।

নামকরণ: ক্যাকটাসের ইংরেজি নাম Cactus. শব্দটি লাতিন ভাষার Kaktos থেকে এসেছে।

বৈজ্ঞানিক নাম:

ক্যাকটাসের বৈজ্ঞানিক নাম Cactaceae

বর্গ:

ক্যাকটাস Caryophyllales বর্গের একটি উদ্ভিদ।

পরিবার:

ক্যাকটাস উদ্ভিদটি Cactaceae পরিবারের অন্তর্গত।

আয়ুষ্কাল:

ক্যাকটাস ঘরের ভেতর টবে ১০-৪০ বছর এবং জমিতে লাগানো হলে আরো বেশি দিন বাঁচে।

আরো পড়ুন:
তুলসী গাছ সম্পর্কে কিছু তথ্য
মগজখেকো অ্যামিবা

প্রজাতি:

পৃথিবীতে ক্যাকটাসের প্রায় ২ হাজারটি প্রজাতি রয়েছে। যেমন- কোচিরেলিফেরা, মনাকাটা, নাইগ্রিকান্স,ওপানসিয়া ইত্যাদি।

 বৈশিষ্ট:

ক্যাকটাস একটি রসালো উদ্ভিদ। এই উদ্ভিদের কান্ডে প্রচুর পরিমাণে জল থাকে।

এটি সালোকসংশ্লেষের জন্য ক্যাম (ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবেলিজম) বিপক পথ ব্যবহার করে।

মরুর পরিবেশের সাথে খাপ খাইয়ে ক্যাকটাস উদ্ভিদের রয়েছে উচ্চ অভিযোজনযোগ্যতা। প্রতিকূল পরিস্থিতিতে শিকড়ের কাঠামোর কারণে ক্যাকটাস উদ্ভিদ টিকে থাকতে পারে।

অনেক প্রজাতির উদ্ভিদের ভিন্ন রকম বৈশিষ্ট রয়েছে। ক্যাকটাস তাদের মধ্যে একটি।

এই উদ্ভিদ কম বৃষ্টিপাত কিংবা কম মাটিতেও বেড়ে উঠে। ক্যাকটাসের কয়েকটি প্রজাতি যেমন- এরিওকার্পাস, জিনাস এর খুব ঘন মূল রয়েছে, যাতে প্রচুর পরিমাণে পুষ্টিউপাদান থাকে। এর ফলে মরুভূমির মত দেশেও মাটি-পানি ছাড়াই ক্যাকটাস উদ্ভিদ জীবিত থাকে।

এই বিশেষ বৈশিষ্টমন্ডিত মূল ক্যাকটাসকে তার আবাসস্থলের সাথে খাপ খাইয়ে নিতে সহায্য করে।

এবং ক্যাকটাস উদ্ভিদকে প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার ক্ষমতা দেয়।

ক্যাকটাস উদ্ভিদ
ক্যাকটাস উদ্ভিদ

কিছু কিছু বড় প্রজাতির ক্যাকটাস উদ্ভিদের এই জাতীয় শিকড়গুলি কয়েক কেজি ওজনের হতে পারে।

ক্যাকটাসের পাতা থাকে না। আবার অনেক সময় কিছু কিছু ক্যাকটাসের পাতা জন্মে থাকে।

কিছু কিছু ক্যাকটাস উদ্ভিদ ফুল ফোটাতে সক্ষম।

curious

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন