যদি প্রশ্ন করা হয় কোন পাখি মানুষের মতন হাটে? তবে এর সহজ উত্তর হচ্ছে পেঙ্গুইন পাখি। পেঙ্গুইন নামক এ অদ্ভুত সুন্দর প্রানীটি তার ভারি শরীর নিয়ে মানুষের মতন হেটে বেড়ায়, যাকে দূর থেকে দেখলে যে কেউ ভেবে বসবে একজন বয়স্ক মানুষ হেটে যাচ্ছে।
সাদা কালো রঙের মিশ্রণে অনেকটা সাহেবি পোশাকের আদলে গড়া স্থুল দেহের পেঙ্গুইন হলো পক্ষীকুলের সবচেয়ে বড় পাখিদের মধ্য অন্যতম। এদের দেখে বিশ্বাস না হলেও আশ্চর্য্যের বিষয় হলো পেঙ্গুইন কিছুটা উড়তে পারে। দূর থেকে হাতের মতন দেখা গেলেও কাধের দু পাশে দুটি পাখা এদের উড়তে সাহায্য করে। যদিও এটি খুবি সামান্য পরিমানে।
পেঙ্গুইনরা প্রধানত শীতলতম স্থানে থাকতে পছন্দ করে। এরা অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলের বসবাস করে। পৃথিবীতে বেশকয়েক ধরনের পেঙ্গুইন পাখি রয়েছে । এরমধ্যে অন্যতম হল অ্যাডিলি পেঙ্গুইন যা কিনা পৃথিবীর সবচেয়ে কিউট পাখিদের মধ্য অন্যতম।
এরা সামুদ্রিক পাখিদের মধ্যে সবথেকে বেশি দক্ষিণে বসবাসকারী পাখি। এছাড়া দক্ষিণে বসবাসকারী অন্যান্য পাখিগুলো হল এম্পেরার পেঙ্গুইন, সাউথ পোলার স্কুয়া, উইলসনস স্ট্রম পেট্রেল, স্নো পেট্রেল, অ্যান্টার্কটিক পেট্রেল ইত্যাদি পাখি গুলোও এই দক্ষিণ প্রান্তেই বসবাস করে।
অ্যাডিলি পেঙ্গুইনের নামকরণ করেন ফরাসি অনুসন্ধানকারী জুলেস দুমন্ত ডি উরভিল্লে। তিনি তাঁর স্ত্রী ‘অ্যাডিলি” এর সাথে মিল রেখে ১৮৪০ সালে এই পেঙ্গুইনের নাম রাখেন নাম “অ্যাডিলি”।
অ্যাডিলি পেঙ্গুইন বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসঃ- প্রাচীন কাল থেকেই পেঙ্গুইনকে পক্ষী সম্প্রদায়ে অন্তভূক্ত ভাবা হয়। অ্যডিলি পেঙ্গুইন অ্যানিমিয়া জগতের কর্ডাটা পর্বের প্রাণী। সেফিনিফিসিডিয়া পরিবারের সেফিনিসিফর্মেস বর্গের অ্যাডিলি পেঙ্গুইনকে পৃথিবীর সবচেয়ে কিউট পেঙ্গুইনদের অন্যতম প্রজাতি ভাবা হয়।
প্রজাতিঃ- অ্যাডিলি পেঙ্গুইনরা পেগোসিলিস গোত্রের অন্তর্ভুক্ত তিনটি প্রজাতির মধ্যে একটি। মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস কোষ গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই প্রজাতিটি ৩৮ মিলিয়ন বছর আগে অন্যান্য প্রজাতিদের থেকে বিচ্ছিন্ন হয়েছে আর অ্যাডিলি পেঙ্গুইন প্রজাতি অন্যান্যদের থেকে বিচ্ছিন্ন হয়েছে প্রায় ১৯ মিলিয়ন বছর আগে।
