ডিজলাইকের রেকর্ড গড়তে চলেছে নোবেলের তামাশা গান

ডিজলাইকের রেকর্ড গড়তে চলেছে নোবেলের তামাশা গান
ডিজলাইকের রেকর্ড গড়তে চলেছে নোবেলের তামাশা গান

ডিজলাইকের রেকর্ড –  কলকাতার রিয়েলিটি শো সা রে গা মা পা দিয়ে আলোচনায় আসা বাংলাদেশের গায়ক নোবেল দীর্ঘ সময় পর তার নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেছেন। যেই গানের নাম হচ্ছে তামাশা।

গতকাল ৭ জুন নোবেল তার নিজের ভেরিফাই ইউটুব চ্যানেলটিতে তার তামাশা শিরনামের গানটি প্রকাশ করেন। যাকিনা এখন পর্যন্ত আট লক্ষবার দেখা হয়েছে। তবে এই গান সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হচ্ছে ডিজলাইকের রেকর্ড এর জন্য।

এখন পর্যন্ত গানটিতে ২৬ হাজার লাইকের বিপরীতে ডিজলাইক এসেছে প্রায় দুই লক্ষ বিশ হাজারের উপরে। যদিও এখনো নোবেল এ বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন নোবেল তার এই গানটি প্রকাশের পূর্বে  সঙ্গীতের লেজেন্ডদের (কিংবদন্তী দের) শেখাবেন কীভাবে গান করতে হয়, এমন মন্তব্য করায়। দেশের বিভিন্ন শ্রেণীর গান প্রিয় ভক্তরাই এই ডিজলাইক গুল দিচ্ছেন।

যার প্রকাশ দেখতে পাওয়া যায় নোবেলের এই তামাশা গানের ইউটিউব কমেন্ট সেকশনে। এখন পর্যন্ত তামাশা গানটির কমেন্ট হয়েছে প্রায় ৪৫ হাজার। যেখানে অধিকাংশ মানুষ নোবেলের গানের এবং তার ব্যাক্তিগত জীবন নিয়ে চরম সমালোচনা করেন।

নোবেলের তামশা গান –

আরো পড়ুন –

কে এই ডা. ফেরদৌস খন্দকার ?
শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন