জামাইকান বিস্ময়কর বালক – ডিমার্জে স্মিথ। জামাইকাতে বসবাস রত স্মিথ হচ্ছেন একজন ফিজিও এবং ট্রেইনার যার বয়স হচ্ছে মাত্র ১৩ বছর।
স্মিথের প্রধান ফর্মুলা হচ্ছে স্ট্রেন্থ এবং নো উইকনেস। শুরুতে তার একটি ভিডিও তার পিতা ইউটুবে আপলোড করেন। যা কিনা সে সময়ে অনেকটাই ভাইরাল হয়। এর পরে মাত্র ১১ বছর বয়সেই জামাইকান এই স্টার একজন ফিটনেস স্পার্ট পার্সোনাল ট্রেইনার এবং মটিভেশনাল স্পিকার হিসেবে সকলের কাছে পরিচিত হন।
এমনকি ডিমার্জে বিশ্বের সবচাইতে দ্রুত মানব জামাইকান স্টার উসাইন বোল্টের সাথেও দৌরে অংশগ্রহন করেন। যেখানে অবশ্য উসাইনবোল্ট কৌশলে স্মিথকে জয়লাভ করিয়ে দেন। বর্তমানে ডিমার্জে স্মিথ সমোগ্র জামাইকাতে অনেকটা বিখ্যত।
বিশেষ করে ইন্সট্রাগ্রাম এবং ইউটুবে তার রয়েছে লাখো ফলোয়ার এবং সাবস্ক্রাইবার। যা কিনা দিনকে দিন বেরেই চলেছে। ধারনা করা হচ্ছে ভবিষত্যে হয়তো স্মিথ পৃথিবীর অনেককেই ছাড়িয়ে যাবেন।
আরো পড়ুন –
মাত্র ১৬ বছরেই কম্পানির সিইও – এলিনা মোর্স