আসছে দি ফাস্ট এন্ড ফিউরিয়াস নাইন মুভি। এ বছরের মে মাসের ২২ তারিকে প্রকাশিত হতে যাচ্ছে হলিউডের ব্লক বাস্টার মুভি ফাস্ট এন্ড ফিউরিয়াস নাইন। নবম সিরিজে এর নাম রাখা হয়েছে দি ফাস্ট সাগা।
বর্তমানে হলিউড মুভির মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ হচ্ছে এই ফাস্ট এন্ড ফিউরিয়াস মুভি সিরিজ। যেখানে ইতিমধ্যে বিগত সিরিজ গুলতে দেখানো হয়েছে বিভিন্ন একশন সিন এবং গাড়ির ড্রাইভিংয়ের অসাধারন কিছু কলাকৌশল। যারি ধারাবাহিকতা প্রকাশ পেয়েছে এই ফাস্ট এন্ড ফিউরিয়াস নাইন মুভি বা ফাস্ট সাগা সিরিজেও।
বিগত সিরিজে অভিনয় করে আসা ভিন ডিজেল, মিশাল রদরিগাস, টাইরেস গিবসন, ক্রিস লিডাক্রিস ব্রিজ, জর্দানা ব্রিউস্টারের সাথে এবার অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় রেসলার জনসিনাকে। এছাড়াও ফাস্ট এন্ড ফিউরিয়াস সেভেন সিরিজে মারা যাওয়া সাং কাংয়েরো নতুন করে আবিরভাব হবে দি ফাস্ট সাগা সিরিজে।
সবকিছু মিলিয়ে এবছর মুভি লাভাররা ফাস্ট এন্ড ফিউরিয়াসের একটি জমজমাট মুভি পেতে যাচ্ছে যার কিছুটা অংশ প্রাকাশ করা হয়েছে গত সপ্তাহে এই মুভির ট্রেলারে।