৮০ বছর ধরে চলে আসা টম এন্ড জেরি কার্টুনের ইতিহাস

টম এন্ড জেরি কার্টুনের ইতিহাস
টম এন্ড জেরি কার্টুনের ইতিহাস

টম এন্ড জেরি কার্টুন দেখেনি কিংবা দেখতে পছন্দ করেনা এমন মানুষ হয়তোবা আমাদের বিশ্বে একটিও খুজে পাওয়া যাবেনা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকলেই টম এবং জেরি কার্টুনের ভক্ত।

টম এন্ড জেরি হচ্ছে আমেরিকান একটি শর্ট কার্টুন সিরিজ। ১৯৪০ সালে উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা রচনা ও পরিচালনায় সর্বো প্রথম এই কার্টুন প্রকাশিত হয়েছিল। এই কার্টুনের প্রধান দুটি চরিত্র হচ্ছে টম নামে একটি বিড়ালের এবং জেরি নামের একটি ইদুরের। মূলত এই টম ও জেরি চরিত্র নিয়ে সমোগ্র কার্টুন গুল নির্মান করা হয়। প্রতিটি পর্বে এদের দুজনের চরিত্রে কৌতুক মারামারি বা একে অন্যকে তাড়াতে দেখাযায় যা হচ্ছে এই কার্টুনের প্রধান আকর্ষন।

 ৮০ বছর ধরে চলে আসা টম এন্ড জেরি কার্টুনের ইতিহাস
টম এন্ড জেরি কার্টুনের ৮০ বছর ধরে চলে আসা বিভিন্ন অবয়ব

স্বল্প দৈর্ঘ্যর পাশা পাশি এই কার্টুনের প্রায় ১৪৮টি অ্যনিমেটেড সিরিজ রয়েছে। টম এবং জেরি বিশ্বের একমাত্র কার্টুন যা কিনা সবচাইতে দির্ঘ বছর ধরে চলে আসছে। ৯০ দশকে টম এবং জেরি অ্যানিমেশনের পাশা পাশি অনেক গুল কার্টুন দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল কিন্তু দির্ঘ ৮০ বছর ধরে টিকে আছে শুধুমাত্র এই টম এন্ড জেরি অ্যানিমেশন কার্টুনটি।

 ৮০ বছর ধরে চলে আসা টম এন্ড জেরি কার্টুনের ইতিহাস
আসা টম এন্ড জেরি কার্টুনের একটি ছোট অ্যানিমেশন ।

এখন পর্যন্ত এই কার্টুনটিকে ডিরেকশন দিয়েছেন আটজন লোক যাদের মধ্যে উইলিয়াম হানা হচ্ছেন সবার প্রথম। এছাড়াও প্রডিউসার ছিলেন ৯ জন। লেখক ছিলেন ৯ জন। ভয়েস দিয়েছেন ১৪ জন।  এবং এই কার্টুনের  মিউজিক তৈরী করেছেন ১৬ জন।

অর্থ উপার্জন  সহ বিভিন্ন এওয়ার্ড জেতার ক্ষেতে এই অ্যানিমেশন হচ্ছে সবার উপরে। যার কারন হচ্ছে এই কার্টুনের দুটি চরিত্র টম এবং জেরি দর্শকদের যতটা আনন্দ দিয়েছে ইতিমধ্যে, তা হইয়তোবা আর কোন কার্টুনে এখন পর্যন্ত সম্ভব নয়।

সরাসরি এই কার্টুন ২৪ ঘন্টা দেখার জন্য  ক্লিক করুন – লিঙ্ক————

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন