পলিথিন কিংবা প্লাস্টিক সাধারণ ভাবে আমাদের জীবনের হুমকি না হলেও এদের একটি বড় সমস্যা হচ্ছে এটি পচনশীল নয়।
বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে পলিথিনের ব্যাবহারের উপর সরকারের নিশেধাজ্ঞা থাকলেও এই বিষয়ে সাধারন জনগনের তেমন কোন মাথা ব্যাথা নেই। কারন বাজার বা বিভিন্ন জিনিস বহনের জন্য পলিথিনি হচ্ছে একমাত্র সহজ লোভ্য সমাধান। এ কারনে বাংলাদেশের গবেষক মোবারক আহমেদ খান তৈরী করেছেন পাটের তৈরী পলিথিন ব্যাগ যা ব্যাবহারের পরে ফেলে দিলে মাটির সাথে মিশেযেতে সক্ষম।
অন্যা সাধারন পলিথিন ব্যাগের মতই এই পাটের তৈরী পলিথিন ব্যাগ ব্যাবহার খুব সহজ। এটি আবিস্কারের ফলে অনেক পরিবেশবিদগন মনে করছেন এই ব্যাগ আবিস্কার আমাদের দেশের পরিবেশের জন্য কিছুটা হলেও একটি সস্তির কথা ।
এতো এতো দুষন এবং জলবায়ু পরিবর্তনের বিশাল এক ধাক্কার মুখে নিশ্বন্দেহে এটি ভাল সংবাদ।আসাকরি সরকার বাণিজ্যিক ভাবে একে সারা দেশে পৌছানোর ব্যাবস্থা করবে। এবং পলিথিনের ব্যাবহারের উপর নিরুৎসাহিত করতে আরো তৎপর পদক্ষেপ গ্রহন করবে।