মহান নেতার মহান কথা – বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

মহান নেতার মহান কথা - বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুধু সর্বোকালের সেরা বাঙালী ছিলেননা , তিনি ছিলেন আমাদের অন্যতম একজন শ্রেষ্ট রাজনিতিবিদ ।

বলা হয় – যার হাত ধরে বর্তমান মালেশিয়া দেশটি পৃথিবীর বুকে মাথা উচু করে দারিয়ে আছে সেই মাহাথির মোহাম্মাদ ও একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছ থেকে দেশ পরিচালনা করার পরামর্শ চাইতেন ।

সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি ঘটনা সবার নিউজ ফেডে ঘুর পাক খাচ্ছে । ফেসবুক থেকে সংগ্রহ করে আপনাদের সেই ঘটনাটি বর্ননা করা হল ।

১৯৭৪ সাল – বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের লাহোরে OIC কনফারেন্স শেষে ফিরেছেন।

এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং এর সাথে বঙ্গবন্ধুর সাক্ষাতে শরণ সিং জিজ্ঞাসা করলেন,

‘মহামান্য রাষ্ট্রপতি,আপনি পাকিস্তান গেলেন,আমাদের জানালেন না’।

বঙ্গবন্ধু বললেন,

‘আপনারা শ্রীলঙ্কা গেলেন,আমাদের জানিয়েছিলেন’? ‘আপনাদের শ্রীলঙ্কা যাওয়াতে তো আপনাদের কিছু করার ছিলো না’। বঙ্গবন্ধু তাঁর দেশের প্রতি সমস্ত মমত্ববোধ নিয়ে প্রত্যয়ী কন্ঠে জবাব দিলেন,’জনাব শরণ সিং,দয়া করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি আমাকে শেখাতে আসবেন না’।

কৃতজ্ঞতা : বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভুঁইয়া (অব:)

আরো পড়ুন - 
শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন