দক্ষিণী সিনেমায় অভিনয় করেছিলেন যে-বলিউড তারকারা ! বলিউডের পাশাপাশি দক্ষিণের ফিল্মেও কাজ করেছেন কিছু বলিউড তারকা। সবাই বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী। কিন্তু তারা প্রথম দিকে দক্ষিণী সিনেমায় অভিনয় করেছিলেন।
দাপিয়ে অভিনয় করছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে পাশাপাশি দক্ষিণের ফিল্মেও কাজ করেছেন তারা। এছাড়াও প্রত্যেকেই কন্নড়-তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন। দেখে নেওয়া যাক কোন কোন তারকারা দক্ষিণের ফিল্মে কাজ করেছেন।
বিদ্যা বালান- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী। বিদ্যার মালয়ালী ছবি ‘কালারি বিক্রমন’ আজও মুক্তি পায়নি। তবে ২০১১ সালে ‘উরুমি’ নামের একটি ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন বিদ্যা।
দীপিকা পাড়ুকোন- বলিউডে পা রাখার আগে বেশ কয়েকটি কন্নড় ছবিতে অভিনয় করেছেন দীপিকাও। দক্ষিণের সুপারহিট ছবি ‘ঐশ্বরিয়া’-তে অভিনয় করে নজর কেড়েছিলেন দীপিকা। ২০১৪-তে রজনীকান্তের সঙ্গে ‘কোচাদাইয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন দীপিকা।
প্রিয়াঙ্কা চোপড়া- শুধু দীপিকাই নন। বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াও তামিল ছবি দিয়ে তার অভিনয় জীবনের শুরু করেছিলেন। ‘থামিজান’ নামে একটি ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।
বিপাশা বসু- বিপাশা বসু বলিউডে পা রেখেছিলেন ‘আজনবি’ ছবিতে। তবে এর পাশাপাশি বিপাশা দক্ষিণী ছবিতেও কাজ করেছেন। মহেশহবাবু ও লিজা রে’র সঙ্গে তেলুগু ‘তক্করি দুঙ্গা’ ছবিতে অভিনয় করেছিলেন এই নায়িকা। এ ছাড়াও তামিল ‘সাচে’ নামে একটি ছবিতে কাজ করেছিলেন বিপাশা।
কঙ্গনা রানাউত- বলিউডের ‘কুইন’ তিনি। তবে হিন্দি ছবিতে অভিনয় করা ছাড়াও দক্ষিণের তামিল ও তেলুগু ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা। ২০০৮-এ তামিল রোম্যান্টিক থ্রিলার ‘ধাম ধুম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বিপরীতে ছিলেন জয়াম রবি। এছাড়াও ২০০৯-এ ‘এক নিরঞ্জন’ নামে একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা।
প্রীতি জিন্তা- দক্ষিণের ছবিতে অভিনয় করেছেন প্রীতি জিন্তাও। দক্ষিণের সুপারস্টার মহেশবাবুর সঙ্গে ‘রাজা কুমারুদু’ ছবিতে অভিনয় করেছিলেন প্রীতি। ইদানীং তাদের দক্ষিণের ছবিতে না দেখা গেলেও, এই অভিনেত্রীরা প্রত্যেকেই কন্নড়-তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন।

ক্যাটরিনা কাইফ- আপনি হয়তো ভাবছেন, যিনি কিনা ভালকরে হিন্দি ভাষাটাই বলতে পারেনা তিনি কিভাবে তেলুগু বলবে? তবে এটাই সত্যি, ক্যাটরিনা অভিনয় করেছেন দক্ষিণের দুটি ছবিতে। ২০০৪ সালে ‘মালিসওয়ারি’ নামে একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। এবং সেই ছবিতে ক্যাটের বিপরীতে ছিলেন ভেঙ্কটেশ। এ ছাড়াও ২০০৬-এ ‘বলরাম ভার্সাস থরদাস’ নামে আরেকটি মালয়ালী ক্রাইম থ্রিলারে কাজ করেছিলেন ক্যাটরিনা।
এছাড়াও বলিউদের বিভিন্ন চরিত্রে অবিনয় কারিরাও অনেক দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। যাদের মধ্যে ভিলেন চরিত্র রয়েছে সবচাইতে বেশি।
আরো পড়ুন –
অনলাইনে মুভি দেখা এবং ডাউনলোড করার কিছু ওয়েবসাইট