ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টু্ইটার, ইনস্টাগ্রাম- এগুলোই ইদানিংকালের যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কিন্তু ফিচারগুলোয় সমস্যা একটাই, সিন না করে ম্যাসেজ পড়া যায় না।
আজ তাই আপনারা আপনাকে জানাতে চলেছি কি করে সিন না করেও হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পড়তে পারবেন সেসম্পর্কে।
অনলাইনে থাকার পরেও স্ট্যাটাসে অনলাইন লেখা এড়ানো সম্ভব। এমনকি এইভাবেই আপনি যেকারও সঙ্গে কথোপকথনও চালিয়ে যেতে পারেন।
‘সিন’ না করেও হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পড়া বা দেওয়ার একাধিক উপায় রয়েছে, সেগুলো হচ্ছে-
সবার আগে, এজন্য আপনাকে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অপশনটি চালু করতে হবে। এর ফলে যেটা হবে তা হচ্ছে- হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে তা আপনার মোবাইল ফোনের উপরের স্ক্রিনেই তা ফুটে উঠবে। চাইলে সেখান থেকেই চ্যাট করতে পারবেন।
আর এই অপশনেও যদি কারও সুবিধা না লাগে তা হলে অন্য উপায় রয়েছে।
আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে ‘হোয়াটসঅ্যাপ বাবল ফর চ্যাট’ অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটির সুবিধা হচ্ছে, এর মাধ্যমে কারও সঙ্গে কথা বললে তাকে অনলাইন দেখাবে না।
এছাড়া আরও একটি সহজ পদ্ধতি রয়েছে। কোনও ম্যাসেজের উত্তর যদি আপনি স্টেটাস অন না দেখিয়ে দিতে চান সেক্ষেত্রে- প্রথমে ওই মেসেজটি আসার পর ফোনের ইন্টারনেট সংযোগটি বন্ধ করে দিবেন। তারপর হোয়াটসঅ্যাপে ঢুকে উত্তর পড়া বা দিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে যাবেন। এবং তারপর ফের ইন্টারনেট সংযোগ চালু করে দিবেন। এই পদ্ধতি অনুসরণ করলে ‘সিন’ না করেও হোয়াটসঅ্যাপ ম্যাসেজ দিতে পারবেন আপনার বার্তা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে, অথচ আপনাকে অনলাইন দেখাবে না।