পানি তৈরির রোবট বানিয়ে তাক লাগিয়ে দিলেন মিশরের তরুণ মাহমুদ

পানি তৈরির রোবট বানিয়ে তাক লাগিয়ে দিলেন মিশরের তরুণ মাহমুদ
তরুণ প্রকৌশলী মাহমুদ এবং তার তৈরি রোবট ইএলইউ

পানিই জীবন, পানিতেই প্রাণ। পৃথিবীর বাইরের বাসযোগ্য গ্রহ খুঁজে বের করার পক্ষে এই একটাই শর্ত।

সৌরজগতের এতগুলো গ্রহের মধ্যে তার বিন্দুমাত্র ইঙ্গিতও যদি কোথাও পাওয়া যায় আনন্দের সীমা থাকে না আমাদের। এ ক্ষেত্রে সুখবর নিয়ে এলো পানি তৈরির রোবট ইএলইউ।

বাতাসের আদ্রতাকে কাজে লাগিয়ে যেকোন গ্রহে হাজার হাজার লিটার পানি জমা করতে সক্ষম রোবট ইএলইউ। পানি তৈরির রোবটটি উদ্ভাবন করেছেন মিশরের তরুণ প্রকৌশলী মাহমুদ এলকোমি।

বর্তমানে লাল গ্রহে অনেক বেশি আদ্র আবহাওয়া বিরাজ করলেও অতিরিক্ত বায়ুমণ্ডলীয় চাপের কারণে সেখানে তরল পানি থাকা সম্ভব নয়। কিন্তু সেখানে রয়েছে বরফ।

পৃথিবীর কাছাকাছি বসবাসের বিকল্প গ্রহের সন্ধানে দীর্ঘদিন ধরেই মঙ্গলে প্রাণ ও পানির অস্তিত্ব নিয়ে গবেষণা করে আসছিলেন বিজ্ঞানীরা।

তাদের মঙ্গল গ্রহের অভিযানে অনুপ্রাণীত হয়েই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ইএলইউ রোবট তৈরি করেন মাহমুদ।

আরো পড়ুন:
যে রোবট মানুষের মত ব্যাথা অনুভব করতে পারবে 
সফলভাবে মঙ্গলে অবতরণ করেছে নাসার ‘পার্সিভেরেন্স’ রোভার 
মানুষের জন্য ঔষুধ তৈরি করল কৃত্রিম রোবট

তার ভাষায়, “ইএলইউ তে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বাতাসের আদ্রতা থেকে পানিকে আলাদা করতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবেই মঙ্গলের উচ্চ আদ্রতার অঞ্চলে গিয়ে বিশুদ্ধ পানি উৎপাদনে সক্ষম। লাল গ্রহে প্রাণের অস্তিত্বের জন্যে এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

এভাবে ইএলইউ কম খরচে দৈনিক ৫ হাজার লিটারের বেশি পানি জমা করতে পারে বলে দাবি করেন এর প্রস্তুতকারক তরুণ প্রকৌশলী মাহমুদ।

এর মাধ্যমে এক দিকে যেমন খরচ কমানো সম্ভব, অন্যদিকে শক্তির অপচয়ও কমবে।

রোবটটি ব্যবহারে ১ লিটার পানি উৎপাদনে খরচ মাত্র দেড় থেকে দুই সেল। যেখানে অন্য প্রযুক্তি ব্যবহার করে একই কাজ করতে ২০ গুণ বেশি অর্থ খরচ হয়।

পানি তৈরির রোবট ইএলইউ তৈরি করতে প্রায় ৯ মাসেরও বেশি সময় লেগেছে মাহমুদের।

কিউরিয়াস ইউটিউব চ্যানেল

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন