কেমন হলো বাংলাদেশের টি-টোয়েন্টি দল

কেমন হলো বাংলাদেশের টি-টোয়েন্টি দল
বাংলাদেশের টি-টোয়েন্টি দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রিজার্ভ হিসেবে বাড়তি ২ জন খেলোয়াড় থাকছে এই দলে। অনুমিতভাবেই দলে অনুপস্থিত থাকছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

বৃহস্পতিবার, ৯ই সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রেস কনফারেন্সে তার সাথে আরও ছিলেন অপর দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আব্দুর রাজ্জাক।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তেমন কোন চমক নেই বললেই চলে।

গত কয়েক মাস যাবৎ যেসব খেলোয়াড়রা জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজগুলো খেলছেন তাদের মধ্য থেকেই ১৫ জনকে বাছাই করেছেন নির্বাচকরা।

যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আরও রয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নবগঠিত এই টি-টোয়েন্টি দলের ওপর নিজেদের আস্থার কথা ব্যাক্ত করেছেন।

আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ হতে চলেছে স্কটল্যান্ড।

বিশ্বকাপে  গ্রুপের অন্য ২টি দল হলো- স্বাগতিক দেশ ওমান এবং পাপুয়া নিউগিনি।

প্রথম রাউন্ডে সেরা ২ দলের মধ্যে থাকতে পারলে সুপার-১২’র টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।

আরো পড়ুন:
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের রেকর্ড জয় 
টি-টোয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ
১৭ অক্টোবর থেকে আমিরাতে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কোয়াডে ৪ জন বিশেষজ্ঞ পেস বোলার রাখা হয়েছে। মোস্তাফিজুর রহমানের সঙ্গে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

অন্যদিকে সাকিব আল হাসান ছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন শেখ মেহেদী হাসান এবং নাসুম আহমেদ। অনিয়মিত স্পিনারের হিসাব ধরলে বিকল্প থাকছে আরও ৩ জন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর তার সাথে থাকছে আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও শরিফুল ইসলাম।

রিজার্ভ: আমিনুল ইসলাম এবং রুবেল হোসেন।

ইউটিউব লিংক

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন