প্ল্যানেট নাইন, সৌরজগতের রহস্যময় এক গ্রহ। অনেক কাল আগে থেকেই এর অবস্থান এবং অস্তিত্ব নিয়ে রয়েছে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব, একে নিয়ে রয়েছে নানা মুনির নানা মত।
কারও কারও মতে এই গ্রহটি থাকলেও তার অবস্থান হয়তো সৌরজগতের বাইরে। আবার কেও বলছেন, এই গ্রহটি আদৌ নেই।
এবার জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল জানাল, তারা খুঁজে পেতে চলেছে রহস্যময় এই গ্রহকে। এবং যেটি রয়েছে আমাদের সৌরজগতের ভেতরেই!
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানীরা এরকম একটি খবর দাবি করেছেন।
তারা বলছে, রহস্যময় গ্রহ প্ল্যানেট নাইন রয়েছে সৌরজগতেই। তবে আকাশগঙ্গা ছায়াপথের একাধিক উজ্জ্বল জ্যোতিষ্কের ঝলমলে আলোর আড়ালে থাকার কারণে গ্রহটিকে দেখা যায় না।
কীভাবে খুঁজে পাওয়া যাবে প্ল্যানেট নাইন?
এটি খুঁজে বের করার পিছনে রয়েছে ‘ট্রেজার ম্যাপ’। যার কাজ বিভিন্ন গ্রহের মহাকর্ষ বল অনুযায়ী তাকে চিহ্নিত করা।
এই ম্যাপটির সাহায্যেই খুঁজে পাওয়া যাবে ২০১৪ সালে প্রথমবার সন্ধান মেলা রহস্যময় এই গ্রহটিকে।
সম্প্রতিকালে বিজ্ঞানীদেরও মনে হয়েছে প্ল্যানেট নাইন সৌরজগতেই আছে। তাদের ধারণা, সম্ভবত প্লুটোর পিছন দিকে এর অবস্থান।
তবে আপাতত একে দেখা যাচ্ছে না। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ২জন জ্যোতির্বিজ্ঞানী মাইক ব্রাউন এবং কনস্ট্যানটাইন ব্যাটিজিনের নেতৃত্বে গবেষক দল খুঁজে চলেছে রহস্যময় গ্রহটিকে।
শীঘ্রই সৌরজগতে গ্রহটির খোজ পাবে বলে আত্মবিশ্বাসী দলটি। তাদের দাবি, অনুমান ঠিক থাকলে মাত্র ২ বছরেরও কম সময়ের মধ্যে সাফল্য পেতে পারে তারা।
পৃথিবী থেকে কত দূরে অবস্থান এই গ্রহটির?
এতদিন পর্যন্ত নানা গবেষণার আলোকে জানা যাচ্ছে, গ্রহটি কোথায় তা ঠিকমতো এখনই বলা সম্ভব নয়। কিন্তু সূর্যকে পাক খেতে প্ল্যানেট নাইনের ৭,৪০০ বছর লাগে বলে নির্ণয় করতে পেরেছেন বিজ্ঞানীরা।