আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা: যুক্তরাষ্ট্রের জেনারেলের বার্তা

আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা: যুক্তরাষ্ট্রের জেনারেলের বার্তা
আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা: যুক্তরাষ্ট্রের জেনারেলের বার্তা

আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল স্যার নিক কার্টার।

এক সাক্ষাৎকারে মার্কিন এই জেনারেল পাঞ্জশিরে তালেবান বিরোধী লড়াইয়ের প্রসঙ্গে এ কথা জানান।

তিনি বলেন, ‘আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। এবং সেই অবস্থার কারণবশত সেখানে সন্ত্রাস গোষ্ঠী পুনরুজ্জীবিত হতে পারে। এমনকি সন্ত্রাসবাদের ঝুঁকি নির্ভর করবে দেশটিতে কার্যকর সরকার গঠন করা যায় কিনা তার ওপরে।’

তালেবানের সরকার গঠন প্রসঙ্গে জেনারেল স্যার নিক জানান, ‘তালেবান কীভাবে তাদের দেশকে শাসন করবে তা এতো দ্রুত বলা যাবে না। কিন্তু অতীতের তুলনায় তাদের কম দমনমূলক হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও মন্তব্য করেন, ‘এই মুহূর্তে, তালেবানদের অবস্থান দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। কিন্তু দেখা যাক সামনের দিনগুলোয় কী হয়! হয়তো তারা ভালো পরিবর্তনও নিয়ে আসতে পারে। তবে এটাও আমার ধারণা যে মনে, তারা এত বোকা নয়। তারা জানে আফগানের জনগণ আর আগের মতো নেই। তাদের অনেক পরিবর্তন হয়েছে, এবং এখন তারা একটু ভিন্ন ধরনের শাসন চায়।’

আরো পড়ুন:
স্থগিত হয়ে গেলো ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ
আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা

এরপর আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তালেবানকে অন্য কৌশলে শাসন করতে উৎসাহিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় দায়িত্ব।’

তিনি আরও বলেন ‘একটি আধুনিক রাষ্ট্রকে কার্যকরভাবে পরিচালনার করার জন্য তাদের বিভিন্ন সাহায্যের প্রয়োজন হবে। যদি তালেবান সঠিক আচরণ করে, তাহলে তারা কিছু সাহায্য পেতে পারে।’

‘আফগানিস্তানে তালেবানের হঠাৎ দ্রুত উত্থান নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার ভবিষ্যদ্বাণী ভুল ছিল’ কিনা জানতে চাইলে স্যার নিক কার্টার সংবাদ প্রতিবেদককে বলেন, ‘এর (তালেবানের উত্থান) গতি আমাদের প্রত্যেককেই ভীষণ অবাক করে দিয়েছে। আমি এটা মনে করি না যে আমরা কেউই তালেবানরা কী করার পরিকল্পনা করছে তা আগে থেকে বুঝতে পেরেছি।’

‘আমার ধরণা, প্রত্যেকেই এ ব্যাপারে ভুল বুঝেছে। এটাই হচ্ছে সোজা উত্তর। এমনকি তালেবান নিজেরাও আশা করেনি যে তারা এত দ্রুত দৃশ্যপট পাল্টে ফেলতে পারবে। আফগান সরকার ঠিক কতটা ভঙ্গুর কিংবা সশস্ত্র বাহিনীর কমান্ডের ক্ষেত্রে তারা কতটা নাজুক, আমি মনে করি না এ ব্যাপারে কেউ কখনো সঠিক ভবিষ্যদ্বাণী করেছে,’ মন্তব্য করেন তিনি।

ইউটিউব লিংক

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন