স্থগিত হয়ে গেলো ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ

স্থগিত হয়ে গেলো ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ
স্থগিত হয়ে গেলো ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ চলছে, খেলা শুরুর পর মিনিট পাঁচেক গড়ালো। সবকিছু ঠিকঠাকই ছিল। এরপর হঠাৎ বন্ধ! কিন্তু কেন?

স্বাস্থ্যের ছাড়পত্র দেওয়া নিয়ে ঝামেলা বাধে ম্যাচ চলাকালী সময়ে। শেষ অবধি মাঠ ছেড়েই চলে যায় আর্জেন্টাইন ফুটবলাররা।

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের তখন পঞ্চম মিনিট চলছে, সাইড লাইনের পাশে অচেনা এক মানুষকে দেখে আর্জেন্টিনার ২ খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি এবং মার্কোস আকুনা জিজ্ঞেস করলেন তিনি কে? প্রায় সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরলেন অনেকেই।

আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসি নিশ্চিত করেছে, ম্যাচ অফিসিয়ালদের বাইরের উপস্থিত ব্যক্তিরা ছিলেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা।

ইংল্যান্ড থেকে আগত আর্জেন্টিনার ৪ খেলোয়াড়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিতে এসেছেন তারা। এ ঘটনার খানিক পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান।

রয়টার্স মারফত জানা যায়, কোয়ারেন্টিনের নিয়ম ভঙের দায়ে আর্জেন্টিনার একাদশের ৩ খেলোয়াড়ের খেলা নিয়ে আপত্তি জানায় স্থানীয় সেই স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের অভিযোগের মুখে পরে করিন্থিয়ান্স আরেনা ছেড়ে ড্রেসিং রুমে চলে যান সফরকারীরা।

আরো পড়ুন:
আবারো গিনেস বুকের পাতায় রোনালদো
সর্বোকালের সেরা অ্যাথলেট লিওনেল আন্দ্রেস মেসি!

ওই ৪ জন খেলোয়াড়ের ৩ জন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার, মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরো ছিলেন সফরকারীদের শুরুর একাদশে।

ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা সেই স্বাস্থ্য কর্মকর্তাদের ঘিরে ধরার পর তারা কথা বলতে যান মেসি-নেইমারের সঙ্গে।

কিন্তু সেখানে সমস্যার সঠিক কোন সমাধান পাওয়া যায় না। একারনে রেফারি কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়।

ব্রাজিলিয়ান খেলোয়াড়-কোচদের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কাথাবার্তা চালিয়ে যেতে দেখা যায়।

এই পুরোটা সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মাঠে উপস্থিত ছিলেন। তিনিই স্বাস্থ্য কর্মকর্তা এবং ব্রাজিল কোচ তিতের সঙ্গে কথা চালিয়ে যান।

পরে এসে যোগ দেন লিওনেল মেসি। অতঃপর শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলো ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ।

ইউটিউব লিংক

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন