আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা
আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা আরম্ভের সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, আগামী ৫ই সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কলকাতার পথে বিমানের প্রথম ফ্লাইট যাবে। তারপর ৭ই সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
অন্যদিকে ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু করা হবে আগামী ৮ই সেপ্টেম্বর থেকে। প্রতি সপ্তাহের রবি এবং বুধবার দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে এই রুটে।