আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা

আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা
আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা আরম্ভের সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, আগামী ৫ই সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কলকাতার পথে বিমানের প্রথম ফ্লাইট যাবে। তারপর ৭ই সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অন্যদিকে ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু করা হবে আগামী ৮ই সেপ্টেম্বর থেকে। প্রতি সপ্তাহের রবি এবং বুধবার দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে এই রুটে।

আরো পড়ুন:
বঙ্গোপসাগরের অংশ ভরাট করে বাড়ানো হচ্ছে কক্সবাজার বিমানবন্দর রানওয়ে 
বিশ্বের সবচাইতে নিরাপদ বিমান – এয়ার ফোর্স ওয়ান
১২ই সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারীর মধ্যে গত বছরের অক্টোবর মাসে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় এই রুটে বিমান চলাচল শুরু করেছিল বাংলাদেশ।

এরপর চলতি বছরের এপ্রিল মাসে মহামারী অতিমাত্রায় বৃদ্ধির কারণে ভারত বিপর্যস্ত পরিস্থিতে পড়লে বিশেষ ব্যবস্থার ওই বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ইউটিউব লিংক

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন