বাংলাদেশের রাজধানী ঢাকা সৃষ্টির ইতিহাস

বাংলাদেশের রাজধানী ঢাকা সৃষ্টির ইতিহাস
বাংলাদেশের রাজধানী ঢাকা সৃষ্টির ইতিহাস

মসজিদের নগরী কিংবা রিকশার শহর দুটো নামেই প্রসিদ্ধ আমাদের রাজধানী ঢাকা শহর। আবার যানজটের শহরও বলে থাকেন অনেকে। কিন্তু এই শহরেরও যে হাজারো বছরের ইতিহাস রয়েছে, তা সম্পর্কে আমরা কয় জন জানি? ঢাকা সৃষ্টির ইতিহাস কিংবা ঢাকা কিভাবে রাজধানী শহর হয়ে উঠলো তাইবা কতজন জানি? 

আজ আমরা জানবো সেই সুপ্রাচীন ইতিহাস। ঢাকা সৃষ্টির ইতিহাস সম্পর্কে।

ঢাকা বাংলাদেশের রাজধানী এবং ঢাকা বিভাগের প্রধান শহর। এটি একটি মেগাসিটি ও দক্ষিণ এশিয়ার বৃহত্তম শহর।

বাংলাদেশের বৃহত্তম এই শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একসময় যেটি দলুয়া বা ধোলাই নদী নামে পরিচিত ছিল।

এই শহরের জনসংখ্যা প্রায় ২ কোটি ১০ লক্ষ। এটি বিশ্বে নবম বৃহত্তম শহর। একই সঙ্গে ঢাকা বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল শহরগুলোর মধ্যে একটি।

ঢাকা নামকরণের ইতিহাস:

ঢাকা শহরের নামকরণ দিয়ে ব্যপক মতভেদ প্রচলিত রয়েছে।

কথিত রয়েছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দুদের দেবী দূর্গার একটি বিগ্রহ খুঁজে পান।

দেবীর দূর্গার প্রতি শ্রদ্ধাসরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন।

যেহেতু দেবী দূর্গার বিগ্রহটি ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাই মন্দিরের নাম রাখা হয়েছিল ঢাকেশ্বরী মন্দির।

আর এই মন্দিরের নাম হতেই কালক্রমে অঞ্চলটির নাম ঢাকা হয়ে ‍উঠে।

আবার অনেক ঐতিহাসিকের মতে, মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন তখন সুবাহদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশসরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন।

এই ঢাক বাজানোর ইতিহাস লোকমুখে কিংবদন্তীর রূপ নেয়। এবং তা থেকেই শহরটির নাম ঢাকা হয়ে যায়।

বর্তমানে ঢাকা ইংরেজিতে Dhaka নামে পরিচিত। তবে ১৯৮২ সালের পূর্বে একে Dacca লিখা হতো।

তবে ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীর নগর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে এই নামকরণ করা হয়।

১৬১৩ সালে মৃত্যুর পূর্বে সুবেহদার দলুয়া বা ধোলাই নদীর যেটা বর্তমানে বুড়িগঙ্গা নামে পরিচিত- নদীর তীরে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন। তার নাম ছিল “কেল্লা-ই-জাহাঙ্গীর”।

ঢাকার ইতিহাস ও ঐতিহ্য:

ঢাকা সৃষ্টির ইতিহাস যেমন পুরাতন তেমনি এর ইতিহাস ও ঐতিহ্যের জুড়ি মেলা ভার। ধারণা করা হয কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।

ঢাকা সৃষ্টির ইতিহাস:

ঢাকার বয়স ৪০০ বছর বলা হলেও কার্যত এই নগরের বয়স আরও অনেক বেশি।

ঠিক কবে নগরী ঢাকার গোড়াপত্তন হয়েছে এনিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে নানা ধারণা।

বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন ঢাকার অতীত চিত্র
বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন ঢাকার অতীত চিত্র

বিভিন্ন ইতিহাস ঘেটে জানা যায় ৭ম শতক থেকে ঢাকায় মানুষ বসবাস করতে শুরু করে।

খ্রিষ্টীয় তেরশ শতাব্দির শেষের দিকে মুসলমানরা ঢাকা দখল করে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ই জুলাই ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।

সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তখন এই শহরের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীরের জীবনকাল পর্যন্ত এই নাম বজায় ছিলো।

এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা, বিহার, উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিলো বিহারের রাজমহল।

সুবাহ বাংলায় তখন চলছিল স্বাধীন বারো ভুঁইয়ার রাজত্ব। বারো ভুঁইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বার বার চেষ্টা চালানো হয়।

এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসণামলে ১৬০৮ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতিকে রাজমহলের সুবাহদার নিযুক্ত করা হয়।

তিনি ১৬১৯ খ্রিষ্টাব্দে বাংলার ভৌগলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করে।

মূলত ইসলাম খান চিশতির ঢাকায় আগমন এবং একে রাজধানী ঘোষণা করার সময়কালের উপর নির্ভর করে ঢাকার বয়স পেরিয়েছে ৪টি শতাব্দি।

সুবাহদার ইসলাম খান চিশতি দায়িত্ব নেবার মাত্র ৫ বছরের মাথায় বারো ভুঁইয়ার পতন ঘটে। চট্টগ্রামের কিছু অংশ বাদে পুরো সুবাহ বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনের চলে আসে।

তবে ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকা সুবাহ বাংলার রাজধানী হলেও সুবাহ বাংলার রাজধানী বার বার পরিবর্তন করা হয়েছে।

বর্তমান ঢাকার বাণিজ্যিক কেন্দ্র - মতিঝিল
বর্তমান ঢাকার বাণিজ্যিক কেন্দ্র – মতিঝিল

১৬৫০ খ্রিষ্টাব্দে সুবাহদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিষ্টাব্দে সুবাহদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।

এরপর বেশ কিছুকাল নির্বিঘ্নে ঢাকা রাজধানীর মর্যাদা ভোগ করার পর ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবাহদার মুর্শিদকুলি খাঁ রাজধানীকে ‍মুর্শিদাবাদে স্থানান্তর করেন।

এরপর ঢাকায় মুঘল শাষনামলে সুলতান নায়েবে নাজিমদের শাসন যা চলেছিল ১৭৯৩ সালে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত।

আরো পড়ুন:
বায়তুল মোকাররম মসজিদের ইতিহাস – যেভাবে এটি জাতীয় মসজিদ হয়ে উঠলো 
বায়ান্নর ভাষা আন্দোলন এর ইতিহাস – কীভাবে সৃষ্টি হয়েছিল বাঙালির জাতীয় চেতনা
বিশ্ব মানচিত্র সৃষ্টির ইতিহাস 

ব্রিটিশরা রাজধানী হিসেবে কলকাতাকে নির্বাচন করলে ঢাকার গুরুত্ব আবারো কমতে থাকে।

এরপর দীর্ঘকাল পর ১৯০৫ খ্রিষ্টাব্দে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়।

বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।

কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশরা আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়।

এরপর ব্রিটিশ শাসনের বিলুপ্তি ঘটানোর মাধ্যমে ১৯৪৭ সালে ঢাকা পুণঃরায় প্রাদেশিক রাজধানীর মর্যাদা ফেরত পায়।

এরপর থেকে নানান উন্নতিতে এগোতে থাকে ঢাকা শহর। ঢাকার আয়তন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, জীবন-যাত্রায় মান উন্নয়ন হতে থাকে এই সময়টায়।

বাংলাদেশের রাজধানী ঢাকা সৃষ্টির ইতিহাস
বাংলাদেশের রাজধানী ঢাকা সৃষ্টির ইতিহাস

এছাড়াও প্রতিষ্ঠা করা হয় বাসস্থান, নিউ মার্কেট, বায়তুল মোকাররম মসজিদ রাস্তা-ঘাট, অলি-গলি ইত্যাদির মতো স্থাপনা।

১৯৫৪ সালে ঢাকার মতিঝিল এলাকাকে বাণিজ্যিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

সর্বশেষ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর একটি সার্বভৌম দেশের রাজধানী হিসেবে বাংলাদেশ পর্যায়ে ঢাকাকে গৌরব ও সম্মান প্রদান করে।

এরপর থেকেই ঢাকা বাংলাদেশের চিরকালীন রাজধানী হয়ে যায়।

১৯৭১ সালের পর থেকেই ঢাকার বৃদ্ধি, উন্নয়ন ও বিস্তৃতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। চারদিক থেকেই ডাল-পালা মেলতে থাকে আধুনিক ঢাকা শহর।

সেই পরিক্রমা আজও অব্যাহত রয়েছে। আজও রাজধানী ঢাকা শহর দিনে দিনে উন্নতি ও অগ্রগতির সম্মুখে হাঁটছে।

দিনের পর দিন নিজেকে করে তুলছে আরও অভিনব, আরও আকর্ষণীয়।

যা চলতে থাকবে শত সহস্র বছর যাবৎ।

আমাদের ইউটিউব চ্যানেল লিংক

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন