ক্রিকেট অস্ট্রেলিয়া কি রবার্ট ব্রুসের মত ৭ম বারের চেষ্টায় বিশ্বকাপ জয় করতে পারবে? 

রবার্ট ব্রুসের মত ৭ম বারের চেষ্টায় কি বিশ্বকাপ জয় করতে পারবে ক্রিকেট অস্ট্রেলিয়া? 
রবার্ট ব্রুসের মত ৭ম বারের চেষ্টায় কি বিশ্বকাপ জয় করতে পারবে ক্রিকেট অস্ট্রেলিয়া? 

বিশ্বকাপ ক্রিকেটে পাঁচ বারের চ্যাম্পিয়ন। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ম্লান ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ৬ বারের অংশগ্রহণে সেরা সাফল্য ২০১০ সালে। তাও আবার ইংল্যান্ড এর সাথে হেরে কপালে জুটেছিল রানার্সাপ ট্রফি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গেল আসরে নক আউট পর্ব থেকেই বাদ পরেছিল অজিরা।

৬ বার ব্যর্থতার পর এবার নিজেদের সপ্তম অংশগ্রহণে কি রবার্ট ব্রুসের মত অধরা সাফল্য পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া?

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অজিদের। সবশেষ বাংলাদেশ সফরে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে তারা।

শুধু কি তাই? সবশেষ খেলা ৫টি টি-টোয়েন্টি সিরিজেই নাস্তানাবুদ ক্রিকেট অস্ট্রেলিয়া।

শেষ ৩ সিরিজ নিউজিল্যান্ড, ওয়েস্টইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা দল পাঠায়নি ওজি বোর্ড।

তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সেরাদের নিয়েই দল গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৫ সদস্যের সেই দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকওয়েল, প্যাট কমিন্স, কেন রিচার্ডসন ও স্টোয়নিস।

স্পিন আক্রমণে অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগারের সঙ্গে মিচেল সোয়েপসনের ওপর ভরসা রেখেছে বোর্ড।

হাঁটুর অস্ত্রোপাচারের কারণে দল থেকে বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপে অজিদের কাণ্ডারি হয়ে ফিরেছেন তিনি।

কনুইয়ের ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে ফিরায় এ্যালেক্স কেরির জায়গায় ফিরেছেন স্মিথ।

আরো পড়ুন:
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ!
বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের বেতন কত?
বৈচিত্রের দেশ – অস্ট্রেলিয়া 

প্রথম বারের মতো ডাক পেয়েছেন জস ইংলিস। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পার্ফমেন্স এর সুবাদে সুযোগ মিলেছে এই উইকেট রক্ষকের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘জস চমৎকার ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে সে দুর্দান্ত। ভবিষ্যতের কথা চিন্তা করেই তাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে। ১৫ জন খেলোয়াড়বিশিষ্ট এই দলে বিশ্বের সেরা ক্রিকেটাররা রয়েছেন। সম্প্রতি হয়তো অনেকেই অস্ট্রেলিয়ার বাজে পার্ফমেন্স দেখে সমালোচনা করছেন। কিন্তু আমার বিশ্বাস সময়মতো ঠিকই দল জেগে উঠবে।”

কোচ নিয়ে যতই সমালোচনাই হোক না কেন বেইলি সাফ জানিয়ে দিয়েছেন আসন্ন বিশ্বকাপ এর আগে ল্যাঙ্গারকে পরিবর্তনের কোন ইচ্ছাই নেই বোর্ডের।

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন