প্রথম বারের মতো ডাক পেয়েছেন জস ইংলিস। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পার্ফমেন্স এর সুবাদে সুযোগ মিলেছে এই উইকেট রক্ষকের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘জস চমৎকার ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে সে দুর্দান্ত। ভবিষ্যতের কথা চিন্তা করেই তাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে। ১৫ জন খেলোয়াড়বিশিষ্ট এই দলে বিশ্বের সেরা ক্রিকেটাররা রয়েছেন। সম্প্রতি হয়তো অনেকেই অস্ট্রেলিয়ার বাজে পার্ফমেন্স দেখে সমালোচনা করছেন। কিন্তু আমার বিশ্বাস সময়মতো ঠিকই দল জেগে উঠবে।”
কোচ নিয়ে যতই সমালোচনাই হোক না কেন বেইলি সাফ জানিয়ে দিয়েছেন আসন্ন বিশ্বকাপ এর আগে ল্যাঙ্গারকে পরিবর্তনের কোন ইচ্ছাই নেই বোর্ডের।