‘আমার নাম নিয়ে আমি কাউকে খেলতে দেব না’- গুঞ্জন ভাঙলেন রোনালদো
বিভিন্ন মাধ্যমের রটানো গুঞ্জনে ক্ষেপেছেন ফুটবল তারকা রোনালদো
এবারের গ্রীষ্মকালীন দলবদলের মেয়াদ ফুরাতে বাকি আর মাত্র ১৪ দিন। চারদিকে জোর গুঞ্জন চলছে ইয়্যুভেন্টাস ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো খুঁজে নেবেন নতুন গন্তব্য। এনিয়ে তোলপাড় শুরু হয়েছিল ফুটবল আঙিনায়, চলচে নানা গুঞ্জন। এই গুঞ্জন ভাঙলেন রোনালদো নিজেই।
এরইমধ্যে রোনালদোর নাম জড়িয়ে একের পর এক খবর আসছে গণমাধ্যমগুলোয়। ইয়্যুভেন্টাস, পিএসজি এমনকি পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ কোনটিই বাদ যায় নি গুঞ্জন থেকে।
এসব নানা গুঞ্জনে রীতিমত ত্যক্ত-বিরক্ত ৫ বারের ব্যালন ডি’অরজয়ী তারকা রোনালদো। অবশেষে নীরবতা ভেঙ্গে প্রকাশ্যে এলন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল এক স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে পরিষ্কার করে বলে সব গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো নিজেই।
প্রথম থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালে ফিরতে পারেন বলা খবরটিই বেশি ডালপালা মেলছিল।
ক্লাবের ইতিহাসের সফলতম গোল স্কোরারকেদ আবার দলে ফেরাতে এখনকার কোচ কার্লো আনচেলত্তি প্রবল আগ্রহী বলে সংবাদ হয়েছিল। যদিও মঙ্গলবার এক টুইটে অবশ্য সেই খবর যে সত্য নয় এ কথা নিশ্চিত করেন আনচেলত্তি।
এর পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশদ লেখার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সাম্প্রতিক সব গুঞ্জন নিয়ে তিনি যে কতটা বিরক্ত তা প্রবলভাবেই ফুটে ওঠে তার সেই লেখায়।
রিয়াল মাদ্রিদের প্রতি তার অনুরাগ-ভালোবাসার কথা প্রকাশ করে তিনি বলেন, মন দিচ্ছেন শুধুমাত্র নিজের কাজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো তার পোস্টে কি লিখেছিলেন?
“আমাকে যারা চেনেন, তারা সবাই জানেন যে নিজের কাজে আমি কতটা মনোযোগী। ক্যারিয়ারের প্রারম্ভ থেকেই আমার পথচলার মূলমন্ত্র হচ্ছে, ‘কথা কম, কাজ বেশি।’ তবে সাম্প্রতিক সময়ে আমার সম্পর্কে যা কিছু বলা এবং লেখা হয়েছে, সেসব বক্তব্যের প্রেক্ষিতেই নিজের অবস্থান জানাতে হচ্ছে আমাকে।”
“আমার ভবিষ্যতের প্রসঙ্গ সংবাদমাধ্যমগুলোয় যতটা চটুলভাবে উঠে এসেছে, তা একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমার পক্ষে যতটা অসম্মানের, তার চেয়ে বেশি অসম্মানজনক কারণ এই গুঞ্জনে জুড়ে দেওয়া ক্লাবগুলোর নামের প্রতি, এর পাশাপাশি এসকল ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের প্রতিও।”
“রিয়াল মাদ্রিদেই আমার গল্প লেখা হয়ে গেছে। এই গল্প স্থায়ী হয়ে গেছে শব্দ ও সংখ্যায়, ট্রফি ও শিরোপায়, রেকর্ড ও শিরোনামে। এটা রয়েছে বের্নাবেউ স্টেডিয়ামের জাদুঘরে এবং ক্লাবের প্রতিটি সমর্থকের স্মৃতিতেও। আর শুধু আমার অর্জনের জন্যই নয়, এর বাইরেও গত ৯ বছরে ক্লাবের আবেগের সঙ্গে আমার সম্পর্ক ছিল গভীর অনুরাগ এবং শ্রদ্ধার। যা আমার মধ্যে এখনও বিদ্যমান এবং সবসময়ই আমি যা লালন করব। আমি জানি যে, রিয়াল মাদ্রিদ ক্লাবের সত্যিকার সমর্থকরা আমাকে তাদের হৃদয়ে ধারণ করেই যাবেন। এবং আমার হৃদয়েও তারা সবসময়ই থাকবেন।”
“স্পেনের এই সাম্প্রতিক অধ্যায়ের পাশাপাশি অন্যান্য বিভিন্ন লিগের আরও বেশ কিছু ক্লাবের সাথে আমার নাম জড়িয়ে ক্রমাগত খবর ও গল্প প্রকাশ করা হয়েছে। কিন্তু আসল সত্যটি যে কি, তা কেউ খুঁজে বের করার চেষ্টা নিয়েও কারও মাথাব্যথা ছিল না।”
“এই মহুর্তে আমি নীরবতা ভাঙছি এই কারণে যে, আমার নাম নিয়ে আমি কাউকে খেলতে দেব না। আমার ক্যারিয়ার এবং কাজ নিয়ে আমি যথেষ্ট মনোযোগী, এবং যে চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবেলা করতে হবে, সেসবের জন্য আমি নিবেদিত ও প্রস্তুত। বাকি সবকিছু? বাকি সবকিছু স্রেফ কথা।”