নিয়মিত যত্ন নিলে চুল থাকে সুস্থ এবং দ্রুত লম্বাও হয়
লম্বা চুলেই নারীর সৌন্দর্য্য। চুল লম্বা হলে মেয়েদের যেন আরও বেশি মায়াবতী লাগে।
তাই লম্বা চুল পেতে চায় সকলেই। তবে মুশকিল হচ্ছে- দ্রুত লম্বা চুল চাইলেই পাওয়া যায় না,কারণ সবার চুল একইভাবে লম্বা হয় না।
লক্ষ্য করলে দেখা যাবে অনেকের ক্ষেত্রেই চুল কিছুটা লম্বা হওয়ার পর আর বাড়তে চায় না। এজন্য হয়তো দায়ী হতে পারে আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন, অযত্ন ইত্যাদি।
তাই লম্বা চুল এবং স্বাস্থোজ্জ্বল চুল রাখতে চাইলে ত্বকের মতো চুলের যত্নেও হতে হবে সমান সচেতন।
চুলের যত্নে রাসায়নিক সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকুন। এ জন্য বেছে নিন বিভিন্ন প্রাকৃতিক উপাদান
আর সেইসাথে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন।
৩ ধরনের তেল চুলের বৃদ্ধি দ্রুত করে। পাশাপাশি ভালো রাখে চুলের স্বাস্থ্য।
চলুন জেনে নেওয়া যাক এই তিন ধরনের তেল সম্পর্কে-
নারিকেল তেল
নারিকেল তেল বাঙালির প্রায় সব বাড়িতেই একটি পরিচিত তেল, সবার ঘরেই থাকে। চুলের যত্নে এই তেলের ব্যবহারও বেশ পুরোনো।
নারিকেল তেলের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর স্মৃতি, আবেগ এবং ভালোবাসা।
চুলের বৃদ্ধিতে নারিকেল তেল বেশ কার্যকরী। এতে রয়েছে কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেলস। এসকল উপাদান চুলের বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ।
নারিকেল তেলে আরও রয়েছে ফ্যাটি অ্যাসিড। যে অ্যাসিড চুলের ফলিকল ভালো রাখতে সাহায্য করে।
চুলে পুষ্টি জোগানোর পাশাপাশি নারিকেল তেল চুলকে রাখে সুস্থ।
চুলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করলে প্রাণহীন চুলও প্রাণ ফিরে পাবে।
আর তাই সুস্থ-সুন্দর, ঝলমলে এবং লম্বা চুল পেতে এই তেল ব্যবহার করতে পারেন।
জোজোবা অয়েল
জোজোবা নামক এক প্রকার গাছ আছে। যে গাছের বীজ থেকেই এই জোজোবা তেল পাওয়া যায়।
এই গুল্ম জাতীয় গাছটি সাধারণত এদেশে পাওয়া যায় না। এটি অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোতে জন্মায়।
জোজোবা অয়েলে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা চুল ভালো রাখে।
এই তেলে আরও রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান।
অনেক সময় বিভিন্ন কারণবশত আমাদের চুলের সাধারণ ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যার ফলে চুল হয়ে পড়ে রুক্ষ।
আর এই সমস্যা দূর করতে আপনাকে সাহায্য করবে জোজোবা অয়েল।
এই তেল দিয়ে আপনি মাথার স্ক্যাল্প মাসাজ করতে পারেন। এতে স্ক্যাল্পে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পৌঁছাবে এবং চুল দ্রুত বৃদ্ধি পাবে।
হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করা যায় জোজোবা অয়েল। এটি ব্যবহার করলে চুল কোমল এবং ঝলমলে হয়। আর দ্রুত লম্বা তো হবেই।
টি ট্রি অয়েল:
স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশনের কারণে অনেক সময় চুল লম্বা হও না বলে মনে করা হয়। এই ইনফেকশনের কারণে প্রচুর চুল পড়েও যায়।
একারণে চুলের গোড়া হওয়া দরকার মজবুত। গোড়া মজবুত করতে এবং চুল দ্রুত লম্বা করতে চাইলে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল।
এই তেলে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা একইসাথে চুলের গোড়া পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে।
যেকোনো ঋতুতেই মাথার স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। টি ট্রি অয়েলের ব্যবহার স্ক্যাল্পের আর্দ্রতা বাড়িয়ে দেয় এবং খুশকির সমস্যাও দূর করে। একইসঙ্গে প্রতিরোধ করে স্ক্যাল্প এর সব ধরনের ব়্যাশও।
শ্যাম্পুর সঙ্গে নিয়মিত কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুল ভালো থাকবে। একইসঙ্গে চুল লম্বা হবে দ্রুত।