মেসি-নেইমারদের বিপুল অর্থে কিনে নেওয়া কে এই নাসের আল খেলাইফি?

মেসি-নেইমারদের বিপুল অর্থে কিনে নেওয়া কে এই নাসের আল খেলাইফি?
নাসের বিন ঘানিম আল খেলাইফি

নাসের আল খেলাইফি, ফুটবল দুনিয়ার অন্যতম সেরা সংগঠকই শুধু নন। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তি তিনি।

এর মধ্যেই বিশ্বের যে তিন মহাতারকা ফুটবলার ফুটবল বিশ্ব শাসণ করছেন তাদের মধ্যে দুইজন মেসি-নেইমার কেই দলে ভিড়িয়েছেন এই মানুষটি।

অবিশ্বাস্য হলেও সত্য দূরবীন দৃষ্টি রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর উপরও। ভাবতে পারছেন কতটা টাকা থাকলে এটা সম্ভব?

‘মেসি-নেইমার-রোনালদোরা একই দলে খেলছেন’ সেই স্বপ্নই বাস্তবায়িত করতে যাচ্ছেন নাসির আল খেলাইফি।

ফুটবল রাজ্যের সম্রাট তিনি। কিন্তু কে এই খেলাইফি?

নাম:

তার পুরো নাম নাসের বিন ঘানিম আল খেলাইফি।

জন্ম:

১৯৭৩ সাল, কাতরে।

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক (অর্থনীতি)

কর্মক্ষেত্র:

খুবই সমৃদ্ধ ব্যবসায়িক ক্যারিয়ার নাসের আল খেলাইফির।

কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস (চেয়ারম্যান)

বিখ্যাত মিডিয়া বেইন মিডিয়া গ্রুপ এর চেয়ারম্যান

প্যারিস সেইন্ট জার্মে- পিএসজি (সভাপতি) এছাড়া

কাতার টেনিস ফেডারেশন (সভাপতি) এবং

এশিয়ান টেনিস ফেডারেশন (সভাপতি)

২০২২ ফিফা বিশ্বিকাপ আয়োজক কমিটির সদস্য

ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান

এছাড়াও ব্যবসায়িক খেলাইফি স্পোর্টস বিজসেন ম্যান ছাড়াও খেলায় বিশেষ অবদানের জন্য অনেক পুরস্কার জিতেছেন।

ফুটবল ক্যাম্পাসে প্রচুর অর্থ সম্পদের মালিক খেলাইফি ফুটবলে যা করতে চেয়েছেন তাই করেছেন। অঢেল প্রাচুর্য্য তার। ঠিক তেমনি ফুটবলের সাংগঠনিক মস্তিষ্কও দারুণ।

তাই তো ২০১১ সালে প্যারিস সেইন্ট জার্মে- পিএসজি এর দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেন যে, বিশ্ব সেরা ৩ ক্লাবের মধ্যে অন্যতম এক ক্লাবে পরিণত করবেন পিএসজিকে।

যেমন ভাবনা তেমন কাজ। একথার বাস্তবায়ন করে দেখান বিশ্বসেরা ফুটবলারদের দলে ভিড়িয়ে। ডেভিড বেকহাম, ইব্রাহিমোভিচদের মতো ফুটবলারদের দলে নিয়ে চমকে দেন বিশ্ববাসীকে।

সবচেয়ে বড় যে চমকটি দেন তা হলো ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে পিএসজির ডেরায় ভিড়িয়ে।

আরো পড়ুন:
মেসি-রোনালদো খেলবেন এক ক্লাবে! 
২১ বছরের সম্পর্কের ইতি টানছেন মেসি 
৩০ মিনিটের মধ্যেই মেসির ৩০ নম্বর জার্সি বিক্রি শেষ

এর পর এমবাপে, কাভানি, ডি মারিয়া, ক্রুইজ, রামোস, নাভাসদের মতো তারকা ফুটবলারদের পিএসজিতে একত্রিত করে এক নক্ষত্রের ক্লাবে পরিণত করেছেন খেলাইফি।

কিন্তু রেকর্ড অর্থ খরচ আর সবাইকে স্তব্ধ করে বার্সা থেকে প্রায় সাড়ে ছয়শ কোটি টাকার বিনিময়ে পিএসজিতে এনেছেন ফুটবল ধ্রুবতারা লিওনেল মেসিকে।

ফুটবল বিশ্বে বিষ্ময়ের আরও আভাস দিয়ে রেখেছেন খেলাইফি। মেসি-নেইমারের পর এবার নাকি ইয়্যুভেন্তাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালোদোকেও মনে ধরেছে তার।

আশা করাই যায় মেসি-নেইমার-রোনালদো এইবার একই সঙ্গে একই ক্লাবের হয়ে মাঠে খেলতে নামবেন।

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন