ডিবি থেকে অপসারিত হলো এডিসি গোলাম সাকলায়েন

ডিবি থেকে অপসারিত হলো এডিসি গোলাম সাকলায়েন
ডিবি থেকে অপসারিত হলো এডিসি গোলাম সাকলায়েন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন ডিবির সকল ধরনের কার্যক্রম থেকে অপসারিত হয়েছেন।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি সংবাদ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এর পূর্বে, এডিসি গোলাম সাকলায়েনকে তার ডিবির দায়িত্ব থেকে বরখাস্ত করা হচ্ছে বলে সবাইকে জানিয়েছিলেন ডিএমপি’র গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা শুনেছি। যেহেতু তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, তাই তাকে আমরা আর ডিবিতে রাখছি না। এ ব্যাপারে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছি।’

আরো পড়ুন:
৬ বিভাগে অস্থায়ী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস
টানা ৩ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় 
কেউ মাস্ক না পরলে জরিমানা ধার্যের ক্ষমতা পাচ্ছে পুলিশ

এই ডিবি কর্মকর্তা আরও যোগ করেন, ‘এ বিষয়ে পুলিশ সদর দপ্তর মারফত একটি তদন্ত করা হবে। তদন্তের পর তার বিরুদ্ধে কোনরূপ ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কি না, এটা পরে জানানো হবে।’

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘অভিনেত্রী পরীমনির সাথে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগটি উঠে এসেছে, তদন্ত করে এ খবরের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই সঠিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রসঙ্গে জানতে গোলাম সাকলাইনের ফোনে কল করা হলে তার বদলে আরেকজন ফোন কলটি ধরেন। তিনি জানান, ‘তিনি (সাকলাইন) ছুটিতে রয়েছেন। এবং একারণে তার ফোনটি জমা দিয়ে গেছেন।’

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন