এবার আসছে ‘প্রিন্স অব ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলির বায়োপিক!
আসছে ‘প্রিন্স অব ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলির বায়োপিক!
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক তিনি। একইসঙ্গে বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। ক্রীড়াঙ্গনে তার অসামান্য কৃতিত্ব কে সবার সামনে তুলে ধরতে এবার আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক।
বলিউডে বায়োপিক নির্মাণের একটি প্রবণতা আগে থেকেই ছিল। এখন ক্রমেই যেন বিস্তৃত বাড়ছে এর।
ভারতের বিভিন্ন খাতের সফল ব্যক্তিদের জীবনী নিয়ে একে একে নির্মিত হচ্ছে বায়োপিক।
আর এক্ষেত্রে ক্রীড়াজগতের তারকারাই সবচেয়ে এগিয়ে। এই ধারাবাহিকতায় আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক।
গতকাল টাইমস অব ইন্ডিয়া এই খবরটি নিশ্চিত করে জানিয়েছে।
ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। ছবি সংশ্লিষ্ট কলাকৌশলীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকেও বসেছেন সৌরভ।
তাকে নিয়ে ছবি নির্মাণে তিনি অনুমতি প্রদান করেছেন। তবে ছবি শুরু করার আগে আনুষ্ঠানিক নিয়মকানুন নিয়ে আরো কিছু কাজ বাকি রয়েছে।
সৌরভ গাঙ্গুলির বায়োপিকটির পরিচালক কে হবেন, এ সম্পর্কে কোন তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
তবে বলা হচ্ছে ছবিটি হবে বেশ বড় বাজেটের এবং বড় ব্যানারে। এই বায়োপিকের বাজেট ধরা হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।
ছবিতে কে কে অভিনয় করবেন এ সম্পর্কেও কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন চলছে সৌরভের ভূমিকায় অভিনয় করবেন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরির প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়া যোগাযোগ করেছে সৌরভপত্নী ডোনা গাঙ্গুলির সাথে।
মিসেস গাঙ্গুলি জানিয়েছেন, ‘মুম্বাই ও কলকাতার বেশকিছু প্রডাকশন হাউজ তার বায়োপিক তৈরি নিয়ে খুবই আগ্রহ দেখিয়েছে।
এখন সৌরভ সেসব প্রস্তাবগুলো যাচাই-বাছাই করছেন। তবে ছবির ধারণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এবং সেটা যে হতে চলেছে এটা নিশ্চিত।’
সৌরভের কাছের এক সূত্র মারফত টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বায়োপিকটির চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং ছবিসংশ্লিষ্ট বিভিন্ন দলের সঙ্গে সৌরভ গাঙ্গুলি কয়েকবার বৈঠকে বসেছেন তার মতামত জানাতে।
আরও জানা যায়, ছবির জন্য সৌরভ এখনো চুক্তি কোন স্বাক্ষর করেননি। তবে ছবি তৈরির প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে।
সৌরভকন্যা সানা নিজের বাবার বায়োপিক নিয়ে বেশ উৎসাহিত এবং আনন্দিত।