ডেঙ্গুরোগের বাহক এডিস মশা কখন কামড়ায়? কীভাবে সতর্ক থাকবেন?

ডেঙ্গুরোগের বাহক এডিস মশা কখন কামড়ায়? কীভাবে সতর্ক থাকবেন?
ডেঙ্গুরোগের বাহক এডিস মশা কখন কামড়ায়? কীভাবে সতর্ক থাকবেন?

ডেঙ্গু হলো একটি মশাবাহিত রোগ। এডিস মশা কামড়ের কারণে এই রোগের জীবাণু দেহে প্রবেশ করে। তাই সাবধান থাকা জরুরী। কিন্ত এডিস মশা কখন কামড়ায় এনিয়ে নানা জনের নানা মত রয়েছে।  

রাজধানী ঢাকাতে গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। সর্বশেষ, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৩ জন। যার ভেতরে ঢাকাতেই রোগীর সংখ্যা ১৫০ জন।

তাই এখন সাবধানতা বজায় রেখে এবং সতর্কের সাথে চলা উচিত। আর একারণেই আজ আমরা আপনাদের জানাবো ডেঙ্গুরোগের বাহক এডিস মশা কখন কামড়ায় এবং কিভাবে এই মশা থেকে সতর্ক থাকবেন সে সম্পর্কে কিছু তথ্য-

এডিস মশা কখন কামড়ায় এ নিয়ে অনেকেরই নানা মত রয়েছে। তবে একটা কথা পরিষ্কার এডিস মশা সাধারণত দিনের বেলাতেই কামড়ে থাকে।

কিন্তু তাই বলে এমন মনে করার কোন কারণ নেই যে, রাতে এই মশা কামড়ায় না!

কোন সময় এই প্রজাতির মশরা সক্রিয় থাকে এ নিয়ে প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে সামান্য মত-পার্থক্য রয়েছে।

কিন্তু সবচেয়ে প্রচলিত তথ্য হলো, দিনের বেলাতেই এডিস মশা কামড়ায়। ভোর কিংবা সূর্য ওঠার ৩-৪ ঘণ্টা পরে এবং বিকাল থেকে সন্ধ্যা হবার আগ পর্যন্ত এ প্রজাতির মশা সক্রিয় থাকে।

প্রাণিবিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু দিনের বেলাতেই নয়; বরং এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতে। তার  মানে এই অর্থ দাড়ায় যে- ঘর আলোকিত থাকলে রাতে বেলাতেও কামড়াতে পারে এডিস মশা।

গবেষণা বলছে, এডিস প্রজাতির মশাগুলো ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি বেশি পছন্দ করে বেশি। আর একারণেই ভোর বা সূর্যোদয়ের সময় এবং গোধূলি বা সূর্যাস্তের সময়টাই এসব মশার ক্ষেত্রে কামড়ানোর জন্য পছন্দসই সময়। আবার রাতের বেলায়ও কৃত্রিম আলো-আঁধারির পরিবেশে এডিস মশা কামড়াতে পারে।

আমরা সবাই জানি, এডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই অবশ্যই ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ডিম পাড়তে পারে এমন উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে।

এছাড়াও মশক নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডেঙ্গুজ্বর প্রতিরোধ করতে চাইলে এডিস প্রজাতির মশার বিস্তারলাভ রোধ করতে হবে। তাছাড়া এই মশা যেন কামড়াতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে।

এডিস মশা কীভাবে চিনবেন?

এডিস মশা অন্যান্য প্রজাতির মশাদের চেয়ে কালো ধরনের হয়ে থাকে। এদের পায়ে এবং শরীরের প্রায় সম্পূর্ণ অংশটাই সাদা-কালো ডোরাকাটা থাকে।

এই মশাগুলোর মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। কিন্তু অন্যান্য মশাদের মাঝ বরাবর সেই সাদা দাগ থাকে।

এই দুটো বিশেষত্ব দেখেই এডিস মশাকে চিহ্নিত করা যায়।

কীভাবে সতর্ক থাকবেন?

  • দিন-রাত উভয় সময়েই ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

  • ফুল হাতা জামা পরিধান করুন।

  • দিনের বেলায় পায়ে মোজা ব্যবহার করা যেতে পারে।

  • শিশুদেরকে হাফপ্যান্টে না পড়িয়ে ফুলপ্যান্ট বা পায়জামা পরাবেন।

  • মশা যেন না কামড়াতে পারে এজন্য মশাবিরোধী যেসব ক্রিম বা তেল পাওয়া যায় তা শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।

  • সম্ভব হলে দরজা-জানালায় নেট লাগাতে হবে।

আরো পড়ুন:
মশা – অতি ক্ষুদ্র অথচ বিষ্ময়কর এক প্রাণী 
মশা কেন রক্ত পান করে? কারন জেনে অবাক হবেন আপনিও! 
ডেঙ্গু রোগের প্রতিকার এবং আমাদের করনীয়!
  • মশা যদি ঘরে ঢুকেও পড়ে তাহলে এগুলো তাড়াতে স্প্রে, কয়েল, ম্যাট, লোশন, ক্রিম ব্যবহার করতে পারেন।

  • ফুলদানি, গাছের টব, অব্যবহৃত কৌটা বা বাড়িঘরের আশপাশে যে কোনো পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।

  • ঘরের বাথরুমেও পানি জমে থাকতে দিবেন না।

  • বাড়ির ছাদে কিংবা ঘরের সামনের বাগানে টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনবোঘে প্রতিদিন পানি বদল করুণ।

  • বাড়ির আশপাশের যদি ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি থেকে থাকে তা দ্রুত পরিষ্কার করুন এবং পরিষ্কার রাখুন।

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন