করোনার ডেলটা ধরনের সংক্রমণে রাশিয়ায় ১ দিনে ৭ শতাধিক মৃত্যু
করোনার ডেলটা ধরনের সংক্রমণে রাশিয়ায় ১ দিনে ৭ শতাধিক মৃত্যু
করোনার ডেলটা ধরন অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ায় সংক্রমণের ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় ১ দিনে ৭ শতাধিক মৃত্যু ঘটেছে।
২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। যা সংখ্যায় ৭২৭ জন দাড়িয়েছে।
এর পাশাপাশি নতুন করে আবার আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৩৯ জন মানুষ।
করোনা মহামারির কারণে গত কয়েক সপ্তাহজুড়ে সংক্রমণের সংখ্যা আকাশ ছুঁয়েছে রাশিয়ায়।
অপরদিকে এর মধ্যে দেশটির বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে করোনা টিকা গ্রহণে অনীহা।
সম্প্রতি রাশিয়ায় চাকরিজীবীদের জন্য টিকা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়। এর জের ধরেই গত কয়েক সপ্তাহে টিকা গ্রহণের প্রবণতা কিছুটা বেড়েছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুসারে, প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৬০১ জন।
ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যে এটিই করোনার কারনে হওয়া সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে এটা সঠিক তথ্য নয়, রাশিয়ায় করোনায় আক্রান্ত এবং মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অভিযোগ রয়েছে।
দেশটিতে গত মে মাসের শেষ পর্যন্ত করোনায় অন্তত ২ লাখ ৯০ হাজার জনের মৃত্যু ঘটেছে বলে দাবি করছে জরিপকারী সংস্থা রসতাত।
অন্যদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু সংখ্যা সর্বোচ্চ হয়েছে এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ইন্দোনেশিয়ায়। এই দেশটিতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৭ জন।
এছাড়াও গত কয়েকমাস ধরে তাণ্ডব চালানোর পর করোনার মৃত্যু কিছুটা কমেছে যুক্তরাষ্ট্র এবং ভারতে।
তবে করোনাভাইরাস তার ধরন ও অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন করছে। আর একারনে প্রতিদিনই নতুন নতুন শঙ্কা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এরই মধ্যে সারাবিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। একই সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৪১ লাখ ৮২ হাজার ৮৩০ জন।
এই সংক্রমণ এবং মৃত্যু প্রতিদিনই বেড়েই চলেছে।
এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন করোনার ডেলটা ধরনকে।