জেফ বেজোসের মহাকাশ ভ্রমণ – প্রায় ৩ লাখ ফুট উপরে উঠে ৪ মিনিট মহাকাশে থেকে সফল অবতরণ

জেফ বেজোসের মহাকাশ ভ্রমণ - প্রায় ৩ লাখ ফুট উপরে উঠে ৪ মিনিট মহাকাশে থেকে সফল অবতরণ
জেফ বেজোসের মহাকাশ ভ্রমণ - প্রায় ৩ লাখ ফুট উপরে উঠে ৪ মিনিট মহাকাশে থেকে সফল অবতরণ

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টা ১২ মিনিট, যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্নের লঞ্চ প্যাড থেকে ব্লু অরিজিনের একটি মহাকাশযানের সফল উৎক্ষেপনের মধ্য দিয়ে এক বিরল ইতিহাস গড়লেন টেক জায়ান্ট, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

মানুষের চন্দ্রজয়ের ৫২তম বার্ষিকীতে মাত্র ১১ মিনিটের এই মহাকাশযাত্রায় বেজোসের সফরসঙ্গী হন তার ভাই মার্ক বেজোস, ১৮ বছর বয়সী ওলিভার ডিমেন এবং ৮২ বছর বয়সী ওয়ালি ফাংক।

লঞ্চ প্যাড থেকে ছেড়ে যাওয়ার পর পৃথিবী থেকে আড়াই লাখ ফুট উপরে উঠে রকেট থেকে আলাদা হয়ে যায় ক্যাপসুলটি।

পরে সেটি সাড়ে তিন লাখ ফুট উপরে উঠার পর মাত্র ৪ মিনিটের জন্য ভরশূণ্য অনুভব করেন যাত্রীরা।

আরো পড়ুন:
মহাকাশ সফর শেষে পৃথিবীতে ফিরে এসেছেন রিচার্ড ব্র্যানসন 
স্পেস পেন বা মহাকাশে ব্যবহারিত কলম সম্পর্কে আমরা কি জানি? 
মহাকাশে যাবার জন্য সাধারন মাষের যা কিছু প্রয়োজন

সর্বোচ্চ উচ্চতায় উঠার পর ক্যাপসুলটি প্যারাশুট খুলে দিলে ১১ মিনিটের মাথায় নিরাপদে পৃথিবীতে অবতরণ করেন সবাই।

এর আগে স্থানীয় সময় ভোরে টেক্সাসের ভ্যান হর্নে নিজস্ব মহাকাশযান উৎক্ষেপন কেন্দ্রে পৌছান জেফ বেজোস ও তার সফর সঙ্গীরা।

প্রায় ২ ঘন্টার প্রস্তুতি ও সব ধরণের প্রযুক্তিগত পরীক্ষা-নিরিক্ষা শেষে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

২০০০ সালে রকেট টেকনোলজি নিয়ে কাজ করার জন্য অ্যামাজনের পাশাপাশি ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস।

ব্রিটিশ ধনকুবের ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রেনসনের মহাকাশ অভিযাত্রার মাত্র ৯ দিনের মাথায় মহাকাশ ভ্রমণে গেলেন তারই প্রতিদ্বন্দী বেজোস।

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন