পাওনা টাকা না পেয়ে ধামাকা শপিং চেয়্যারম্যানের বাসার সামনে শত শত ব্যবসায়ী

পাওনা টাকা না পেয়ে ধামাকা শপিং চেয়্যারম্যানের বাসার সামনে শত শত ব্যবসায়ী
পাওনা টাকা না পেয়ে ধামাকা শপিং চেয়্যারম্যানের বাসার সামনে শত শত ব্যবসায়ী

বিভিন্ন ধরণের প্রায় ৭০০ ব্যবসায় প্রতিষ্ঠান তাদের পণ্য ধামাকা শপিং এর অনলাইন পেইজের মাধ্যমে বিক্রি করে থাকে। প্রায় ৩ মাস ই-কমার্স প্রতিষ্ঠানটির কাছে নিজেদের পাওনা টাকা না পেয়ে শুক্রবার চেয়্যারম্যানের বাসার সামনে বিক্ষোভ করে শত শত সরবরাহকারী।

এক পর্যায়ে ক্ষুদ্ধ ব্যবসায়ীদের শান্ত করতে ঘটনাস্থলে আসে পুলিশ। ধামাকা শপিং ক্রেতাদের কাছ থেকে তাদের পণ্যের দাম আগেই নিয়ে নিলেও সরবরাহকারীদের পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করে তারা।

এক ক্রেতা বলেন, “আজকেও চেয়্যারম্যান আমাদের পাওনা পরিশোধের কোন রকম আশ্বাস দেননি। তিনি আমাদের সাথে দেখাও করতেও রাজি হননি। বরং পুলিশ এনে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন।”

আরেকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমরা যদি সবধরণের পণ্য সরবরাহ বন্ধ করে দিই তাহলে কোন ই-কমার্স প্রতিষ্ঠানই আর পরিচালিত হতে পারবে না। সেক্ষেত্রে সবার জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে কিন্তু আমি যে বিক্রেতা, আমি যে এতগুলো টাকা ইনভেস্ট করলাম তার জন্য না পাচ্ছি তার কোন নিরাপত্তা আর না পাচ্ছি কোন রকম নীতিমালা।”

ধামাকা শপিং নামক অনলাইন পেইটিতে বাইক, ক্যামেরা, গাড়ি ইত্যাদির মতো বড় বড় ব্যবসায়ীরা যুক্ত রয়েছেন। ব্যবসায়ীরা বলছেন তাদের সব টাকা এখানে আটকে রয়েছে। যার ফলে কেউই ইদের বেতন, বোনাস কিছুই দিতে পারেননি।

এখন একজোট হয়ে সব ব্যবসায়ীরা চাইছেন সরকার যাতে তাদের পক্ষ হয়ে কোন পদক্ষেপ গ্রহণ করে এবং নীতিমালা প্রণয়ন করেন। এছাড়া যাতে চেয়্যারম্যানের বিদেশযাত্রা বন্ধ করে দেয়।

এদিকে বিধিনিষেধ শীথিল করা হলেও বন্ধ রয়েছে বিশাল মূল্যছাড় দিয়ে গ্রাহক টানার চেষ্টা করা আরেক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালীর অফিস। প্রতিষ্ঠানটির এক নিরাপত্তারক্ষী জানান করোনার কারণে বাসায় বসে অফিস করছেন ইভ্যালীর কর্মকর্তারা।

আরো পড়ুন:
অনলাইন ব্যবসায় সাফল্য অর্জনে যা কিছু করা প্রয়োজন 
ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করতে আসছে নতুন আইন
অনলাইনে কোরবানির পশুর হাট – প্রতিদিন গড়ে ১৭ হাজার বিক্রি

ইভ্যালী, ধামাকা শপিং, দালাল প্লাসসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান নজরদারীতে রেখেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এছাড়াও মার্চেন্ট ও গ্রাহকদের কাছ থেকে নেওয়া অগ্রিম টাকায় গড়মিল খুঁজে পাওয়ায় সম্প্রতি ইভ্যালির চেয়্যারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন