স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবে গান শোনবেন কিভাবে?

স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবে গান শোনবেন কিভাবে?
স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবে গান শোনবেন কিভাবে?

পছন্দের গান শুনতে অনেকেই ঢুঁ মারেন ইউটিউবে। খুঁজলেই সেখানে চোখের সামনে ভেসে ওঠে পছন্দের সব গানের তালিকা। তবে বেশিরভাগ সময়ে পছন্দনীয় গান দিয়ে খুশি করলেও মাঝে মধ্যে একটা কারণে বিরক্ত লাগে। তাহলো স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবে গান শোনা যায় না, বন্ধ হলেই থেমে যায় গান!

ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে গান শোনার সুবিধাও রয়েছে। কিন্তু সে‌ক্ষেত্রে আপনাকে ইউটিউব প্রিমিয়ামের জন্য প্রতি মাসে ১২ ডলার গুনতে হবে।

তবে জেনে অবাক হবেন প্রিমিয়াম ছাড়াও ছোট্ট একটি পদ্ধতি জানলেই অ্যানড্রয়েড ফোনে স্ক্রিন বন্ধ রেখেও আপনি ইউটিউবে গান শুনতে পারবেন। যেভাবে শোনা যাবে গান-

  • সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে ‘টেলিগ্রাম’ অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।

  • তারপর ইউটিউব থেকে যে গানটি শুনতে চান সেই গানের ‘লিংক’ কপি করে টেলিগ্রামে নিজের সঙ্গে চ্যাট কিংবা বন্ধুর কাছে শেয়ার করতে হবে।

  • এবার সেই লিংকে ক্লিক করলে দেখবেন নিচের দিকে ‘পিকচার-ইন-পিকচার’ মুড অপশন রয়েছে৷ অপশনটি ক্লিক করুন।

আরো পড়ুন:
ইউটিউবে সর্বাধিক দেখা ভিডিও এখন বেবি শার্ক ড্যান্স 
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা কি সম্ভব? কীভাবে? 
ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করতে আসছে নতুন আইন
  • এখন পপ-আপ উইন্ডোতে ‘পিকচার-ইন-পিকচার মুড’ সেটিংস দেখাবে। সেই সেটিংসে ক্লিক করলে সেখান থেকে ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপ’ অপশনটি চালু করে দিন।

  • এবার আবা‌রো টেলিগ্রাম থেকে ইউটিউবের শেয়ার করা ভিডিওটি প্লে করে ‘পিকচার-ইন-পিকচার’ মুডে ক্লিক করুন।

  • গানটি বাজানোর পর এবার ফোনের স্ক্রিন লক করে দিন।

  • ব্যাস দেখবেন ব্যাকগ্রাউন্ডেই ইউটিউব থেকে গান শুনতে পারছেন।

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন