উইন্ডোজ ১১ তে কি থাকছে? এটি ব্যবহারের জন্য যাকিছু করতে হবে!

উইন্ডোজ ১১ তে কি থাকছে? এটি ব্যবহারের জন্য যাকিছু করতে হবে!
পুরোপুরি নতুন আঙ্গিকে আসতে চলেছে উইন্ডোজ ১১

গত বৃহস্পতিবার মাইক্রোসফট প্রতিষ্ঠানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, কম্পিউটার পরিচালনায় নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনছে তারা। তারই ধারাবাহিকতায় ‘উইন্ডোজ ১০’-এর পর এ বার আসছে ‘উইন্ডোজ ১১’।

ওয়াকিবহাল মহলরা মনে করছেন প্রতিযোগী কোম্পানি অ্যাপেল-কে টেক্কা দেওয়ার বিষয়টাই মূলত প্রাধান্য পাচ্ছে মাইক্রোসফট এর নতুন এই অপারেটিং সিস্টেম তৈরির পিছনে।

কিন্তু উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা এই দুই কোম্পানির ব্যবসা কিংবা বাজার রাজনীতি নিয়ে তেমন একটা চিন্তিত নন।

তাদের প্রশ্ন হলো, ‘উইন্ডোজ ১১’ অপারেটিং সিস্টেমে নতুন কী কী থাকবে? নতুন এই অপারেটিং সিস্টেম তারা নিজেদের কম্পিউটারে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কি না? যদিওবা পারে তাহলে আদৌ কোনও সুবিধা পাবে কি না? এবং যদি সুবিধা পেয়েও থাকে, তা হলে সেগুলি কী কী হতে পারে?

এক নজরে উইন্ডোজ ১১ এর আদ্যোপান্ত-

  • কখন আসবে? ২০২১ অর্থ্যাৎ চলতি বছরের শেষে

  • মূল্য: বর্তমানে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা নতুন এই অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে পাবেন

নতুন যা যা সংযোজন থাকছে:

  • উইন্ডোজ ১১ এর চেহারা একেবারেই নতুন। আদিকাল থেকে উইন্ডোজের যে চেহারা চলে আসছে, তার আদল একেবারে বদলে যাচ্ছে নতুনটিতে। এবারের উন্ডোজে একটু গোলাকার ডিজাইনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিশাল পরিবর্তনটি হচ্ছে স্টার্ট বাটনে। এত দিন যাবৎ টাস্ক বারের বাঁ পাশের কোণে থাকত এই বোতাম। এবার চলে আসবে টাস্ক বারের মাঝামাঝি অবস্থানে

  • নিরাপত্তার প্রতি বেশি করে নজর দেওয়া হচ্ছে এই সংস্করণে

  • পুরনো গেম-গুলি একদম নতুন চেহারায় আসছে উইন্ডোজ ১১-এর বদৌলতে

  • অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের কিছু কিছু অ্যাপ এবার থেকে উইন্ডোজ ১১-এও পাওয়া যাবে

  • মাইক্রোসফট টিমস এখন প্রথম থেকেই রাখা থাকছে নতুন এই অপারেটিং সিস্টেমে। আলাদা করে আর ডাউনলোড করার প্রয়োজন নেই

কম্পিউটারে যা যা লাগবে?

  • প্রসেসর: অন্তত ১ গিগাহার্ৎজ গতি। তারসঙ্গে ২-কোর অথবা তার অধিক ৬৪ বিট প্রসেসর

  • র‌্যাম: কমপক্ষে ৪ জিবি

  • স্টোরেজ: কমপক্ষে ৬৪ জিবি

  • ডিসপ্লে: অন্তত হাই ডেফিনিশন ৭২০পি

  • ইন্টারনেট: এগুলোর সঙ্গে সঙ্গে ইন্টারনেট কানেকশনও লাগবে

নতুন উইন্ডোজের সুবিধা কী কী?

  • যারা ভিডিও গেম খেলায় প্রবল উৎসাহী, তারা উইন্ডোজের এই নতুন সংস্করণকে বেশ উপভোগ করবেন। এমনই দাবি করছে উইন্ডোজ।

  • এই নতুন অপারেটিং সিস্টেমটি আগের চেয়ে অধিকতর নিরাপদ বলেও দাবি করা হয়েছে কর্তৃপক্ষ থেকে। অর্থাৎ যারা কম্পিউটারের সাহায্যে ব্যাঙ্কের কাজ করে থাকেন কিংবা অনলাইনে কেনাকাটা বা টাকাপয়সা লেনদেন করেন, তাদের ক্ষেত্রে এটি অধিক নিরাপদ হবে বলে আশা প্রতিষ্ঠানটির।

আরো পড়ুন:
উইন্ডোজ ১০ বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট 
কম্পিউটারের A থেকে Z পর্যন্ত সকল শর্টকার্ট কিওয়ার্ড 
অ্যাপলের আইফোন কেন এত দামি হয়?
  • অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা নিজেদের ফোনের অ্যাপগুলো এখন থেকে অনেক সহজে কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন। তাই বলা হচ্ছে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ যে একইসঙ্গে অ্যাপেলকে টক্কর দিতে নিজেদের তৈরি করছে, তারও পূর্বাভাস এই নতুন অপারেটিং সিস্টেম।

  • একদম নতুন চেহারা, নতুন আঙ্গিক। পুরনো ডেস্কটপ বা ল্যাপটপের একই চেহারা দেখতে দেখতে যাদের চোখ ক্লান্ত হয়ে গিয়েছে, তাদেরকে আনন্দ দিতে পারবে একেবারে নতুন চেহারার নতুন এই অপারেটিং সিস্টেমটি।

  • একইসঙ্গে অনেকগুলি কাজ খুব সহজে করা যাবে। ট্যাবলেট মোড অন্য স্ক্রিনকে এর সঙ্গে একত্রে জু়ড়ে একসঙ্গে বহুকাজ করার সুযোগ করে দেবে।

subscribe to our youtube channel 2

শেয়ার করুন -

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন